নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন পদত্যাগ করেছেন

১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন আজ ( সোমবার ১৬/০৮/২০১ )পদত্যাগ করেছেন।

গতকালই অনেকটা খবর ছড়িয়ে যায় যে প্রধানমন্ত্রী আজ রাজার সাথে অডিয়েন্স এর সময় পদত্যাগপত্র পেশ করবেন।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পার্লামেন্টে আস্থা ভোট গ্রহণের কথা থাকলেও এ সপ্তাহে প্রধানমন্ত্রী নিশ্চিত হন যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নেই।

রাজপ্রাসাদের এক ঘোষণায় বলা হয়েছে যে, রাজা প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তাঁকে পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেছেন।

এখানে লক্ষ্যনীয় যে, পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা যেতে পারে যে, রাজা হয়তো বর্তমান পার্লামেন্টের মধ্য থেকেই পরবর্তী প্রধানমন্ত্রীকে খুঁজছেন।

স্মরণ করা যেতে পারে যে গত বছর ( ২০২০ ) ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহামদ অনেকটা এভাবে নিশ্চিন্ত হয়েছিলেন যে সংসদে তাঁর সংখ্যাগরিষ্ঠতা নেই ।

তাঁর পদত্যাগের পর সেই সংসদ থেকেই বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়।
বর্তমান প্রধানমন্ত্রী ও অনেকটা আগের প্রধানমন্ত্রীর মতোই পদত্যাগ করলেন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


কয়টি দল আছে এখন পার্লেমেন্টে?

১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ২২২ আসন বিশিষ্ট মালয়েশিয়ার ফেডারেল পার্লামেন্টের বর্তমান দল ও জোট ভিত্তিক আসন বন্টন নিম্নরুপঃ।



২| ১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইচ্ছে করে কেউ পদত্যাগ করে না কি!!! বাংলাদেশের নেতাদের থেকে ওনাদের অনেক কিছু শেখার আছে।

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অধিকাংশ সংসদ সদস্যের আস্থা হারালে পদত্যাগ করার নিয়ম।

৩| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:২০

হাবিব বলেছেন: মালয়েশিয়ায় কি এমন ঘটলো যে তাকে পদত্যাগ করতে হলো?

২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মেজরিটি প্রবলেম।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই।

৪| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:২১

হাবিব বলেছেন: অফটপিক: আচ্ছা ভাই, মালয়েশিয়ান এয়ারলাইনসের ই টিকেট কাটা আছে এইটা কাটা হয়েছে অন্য কারো মাধ্যমে। এখন টিকেট আসলেই ঠিক আছে কিনা কিভাবে চেক করবো?

২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা যে কোন ট্রাভেল এজেন্টের অফিসে কিংবা বিমানের টিকিট যারা বিক্রি করে তারাই ভালো বলতে পারবেন।

৫| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: গত দশ দিনে ঘটে যাওয়া নতুন কোন আপডেট আছে কি?

২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন ।
আজকে নতুন কেবিনেটের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। মন্ত্রীদের সবাইই আগের মন্ত্রিসভার সদস্য ছিলেন ।
এরা আগামী সোমবার শপথ গ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আগের সরকারের উপপ্রধানমন্ত্রী ইয়াকুব সাবরি। যিনি প্রায় মাস দেড়েক আগে উপ প্রধানমন্ত্রী হিসেবে পদোন্নতি লাভ করেন।

৬| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আপডেটের জন্য।

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, স্যার। মন্তব্য করার জন্য।

৭| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:




আপনি কোথায়?

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি দীর্ঘ দিন অসুস্থ ছিলাম।
এখন অনেকটা ভালো ।
এখন দেশে আছি ।
সোনার বাংলায়

৮| ০৭ ই মে, ২০২২ রাত ৮:২২

মিরোরডডল বলেছেন:




আর ইউ ওকে ?
অনেকদিন নেই ।



১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মি দীর্ঘ দিন অসুস্থ ছিলাম।
এখন অনেকটা ভালো ।
এখন দেশে আছি ।
সোনার বাংলায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.