নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

দেশটা আমাদের সবার

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২১

মানুষের নানা আলোচনা আর সমালোচনার পরও এখনো অনেক কিছুর বিবেচনায় বাংলাদেশ বিশ্বের অনেক অনেক দেশের তুলনায় অনেক অনেক ভালো আছে। এখনো অন্যান্য দেশের তুলনায় অনেক কম দামে দেশে শাক-সবজি কিনতে পাওয়া যায়। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ায় প্রচুর উর্বর কৃষি জমিতে বালু ফেলে সেখানে বানানো হচ্ছে- দালানকোঠা, ঘরবাড়ি।
এখনো ব্যবসায়ীরা গলা না কাটলে এই দেশেও অনেক কম দামে বাজার সদাই করা যায়। জামাকাপড়ের দামও খুব বেশী নয়।
২০/৩০ টাকা হলেই রিক্সায় উঠে ঝটপট যাতায়াত করা যায় অনায়াসে।

মানুষ জন অনেক প্র্যাক্টিক্যাল হয়ে গেছে। আবেগ কমে গেছে। কিন্তু তাপরও এখনো এখানে মানুষ একে অপরের দুঃখে হাউমাউ করে কাঁদতে পারে।
এটাই বাংলাদেশে। এই বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে।

আজকের বাংলাদেশের বেশীর ভাগ সমস্যার মূলে আয়তনের তুলনায় অতিরিক্ত মানুষ। এতো ছোট্ট ভূখন্ডে এতো বেশী মানুষ থাকার নজির সারা দুনিয়াতে আর নাই। স্বাধীনতার ৫৩ বছরেও জনসংখ্যা বৃদ্ধির উপরে কোন নিয়ন্ত্রণ নাই বললেই চলে।খেলা রাম খেলে যা স্টাইলে বেড়েই চলেছে জনসংখ্যার ভারও ঘনত্ব।

পরিবার পরিকল্পনা সামগ্রীর দাম বিগত এক বছরে ২ গুণ বেড়েছে। ডবল টাকা পয়সা খরচ করে ফ্যামিলি প্ল্যানিং করতে আগ্রহ হারাবে অনেকেই। কার ঠেকা পড়েছে পকেটের নগদ টাকা খরচ করে ঝামেলা পোহানোর ! হায়াত মৌত আল্লাহর হাতে। রিজিকও তার হাতে। অতএব কি আর করা...।

মানুষ সংসারের খরচ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। দরকারী কেনাকাটা করতে জান বের হয়ে যাচ্ছে কারো কারো। যেখানে অন্যান্য প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হয় সেখানে অহেতুক খরচ করে কে যাবে ফ্যামিলি প্ল্যানিং করতে!

তারপরও কারো কারো মধে একটা আশংকা থাকে। অজানা একটা আতঙ্ক ঘিরে ধরে অবচেতন মনকে।
এই দেশের লোকসংখ্যা যখন ২৫ কোটি হবে তখন কি হবে! কিংবা যখন ৩০ কোটি, ৪০ কোটি কিংবা ৫০ কোটি?!

অনেক অনেক সময় নিয়ে চিন্তা ভাবনা ও বিবেচনা করলে এটা খুব ভাবনার বিষয়।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩১

নয়ন বড়ুয়া বলেছেন: করণীয় কী বলে মনে করেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আল্লাহ খোদার নাম জপতে হবে।
কিছুই করার নেই।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:



বাচ্চা কম হওয়ার জন্য ফ্যামিলী প্ল্যানিং আর করতে হবে না আমাদের জাতিকে; জাপান, ইউরোপ, আমেরিকায় বাচ্চা এত কম হচ্ছে যে, বিশ্ব দরকারী পরিমাণ মানুষ পাবে না ৩০ বছর পর।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


৪র্থ শিল্প বিপ্লবের ধাক্কা সামলানো আমাদের দেশের জন্য খুব কঠিন হযে যেতে পারে। তখন কাজের লোক লাগবে খুবই কম। এখনই বড় বড় সুপারশপে কর্মচারী অনেক কমিয়ে দেয়া হয়েছে।

সেলস গার্ল, সেলস ম্যান, জেলপার, ড্রাইভার এই জাতীয় লোক সামনে আর লাগবে না। তখন কি হবে।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশ বিশ্বের অনেক দেশের তুলনায় অনেক অনেক ভালো আছে।

১৫ বছর আগেও বাংলাদেশ ছিল একটি দরিদ্র রাষ্ট্র। প্রতিবেশী ভারত শ্রীলংকা ও পাকিস্তানের তুলনায়।
কিন্তু একটানা কয়েক বছর সঠিক নেতৃত্বে থাকায় বাংলাদেশ খুব দ্রুততার সাথে এগিয়ে গেছে, প্রায় সকল ক্ষেত্রে এগিয়ে গেছে।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
পারক্যাপিটা ইনকাম বর্তমানে ভারতের চেয়েও বেশি। টিকাদান এবং অপেক্ষাকৃত উন্নত স্বাস্থ্য ব্যবস্থার কারণে শিশু মৃত্যুর হার সবচেয়ে কম, গড় আয়ু ভারতের চেয়েও বেশি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমাদের দেশের শহর নগর বন্দর এমনকি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এখন মানুষ গিজগিজ করছে।
মনে হচ্ছে মানুষের ব্যাকটেরিয়া।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৫৬

নিবারণ বলেছেন: যে টাকায় ফ্যামিলি প্ল্যানিং করা যায়। সে টাকায় কি সন্তান পালা সম্ভব? কী ধরণের কথা এটা? আর এখন মানুষের বাচ্চা হবার জন্য কান্নাকাটি করে। বাচ্চা হয় না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার কয় বাচ্চা?

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:১০

আলামিন১০৪ বলেছেন: ভাই আপনার সন্তান কয়জন সাজ্জাদ ভাই, চাইলেই কি সন্তান পাওয়া যায়? নিবারণ ভাই ঠিক বলেছেন, ইদানিং ফারটিলিটি সমস্যা প্রকট।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:







আমার এক মেয়ে এবং এক ছেলে।
মিনিমাম বয়সে বিয়ে করলে বাচ্চা হওয়ার কোন সমস্যাই হবে না।
আমাদের দেশে এখন বিয়ে করে ম্যাক্সিমাম বয়সে।
ফলে অনেক ছেলেমেয়েদের মধ্যেই বাচ্চা না হওয়ার প্রবণতা দেখা দেয়।
ছেলেদের স্পাম সংকট এবং মেয়েদের ডিম্বাণু সংকট দেখা দেয় ।
এ কারণে যত কম বয়সে পড়া যায় বিয়ে করে ফেলা উচিত।
কম বয়স বলতে আমি এখানে সরকারি আইনে যে কম বয়সটা উল্লেখ করা হয়েছে সেটার কথাই বলছি।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০৫

আহলান বলেছেন: পরিকল্পণার অভাবেই আজ দেশের মেধা বিদেশে ...

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি কোন দেশে আছেন এখন।
আপনি কি মেধাবী নন!?

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: অনেক আগে আপনাকে বলেছিলাম, আমাদের এই বিশাল জনসংখ্যা সমস্যা নয়। এই বিশাল জনসংখ্যা আমাদের জন্য আর্শীবাদ।
আপনি আমার কথা শুনে কিছুটা রেগে গিয়েছিলেন বড় ভাই।

আসলে আমাদের সরকার আমাদের এই বিপুল জনসংখ্যা কাজে লাগাতে পারছে না। কাজে লাগানো গেলে দেশে কোনো বেকার থাকতো না। দূর্নীতি বন্ধ করা গেলে, দেশের জনসংখ্যা আর বাঁধা হয়ে দাঁড়াবে না। দেশে শিল্প কলকারখানা স্থাপিত হলে- দরিদ্র লোকের সংখ্যাও কমে যাবে।

এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত লিখব।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ভাই আপনি নিজেও তো দেশের একটা বিরাট সম্পদ।
এই সম্পদ কি কাজে লাগছে এখনো?!

মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইতালি এই সমস্ত দেশে লোকজন পাঠিয়ে যদি আত্মতৃপ্তিতে ভোগেন যে আপনাদের জনসংখ্যা সম্পদে পরিণত হয়েছে তাহলে সেটাকে বুদ্ধিমানের পরিচয় বলা যাবে না।

বাংলাদেশ অনেক ছোট একটি দেশ । এখানে প্রাকৃতিক সম্পদের পরিমাণ খুবই কম ।
এখানে ইচ্ছা করলেই আপনি কোটি কোটি জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে পারবেন না ।
এটা শুধু থিওরিতে বলাই সম্ভব । কিন্তু বাস্তবতা ভিন্ন।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৩

বাউন্ডেলে বলেছেন: প্রতিবেশী যে কোন দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশ খারাপ আছে সেটা আমি কখনোই বলিনি ।
কিন্তু বাংলাদেশে জনসংখ্যাটা অপ্টিমাম জনসংখ্যা নয় ।
আমি এটাই বলতে চাই এবং সব সময় এটাই বলে এসেছি।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫২

কামাল১৮ বলেছেন: সুশাসন ও দুর্নীতিতে খুবই খারাপ অবস্থা।আপনিতো মালয়েশিয়াতে ছিলেন।তার থেকে আমাদের দেশ ভালো না খারাপ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ছোট্ট একটা দেশে কোটি কোটি মানুষ কিলবিল করছে , গিজগিজ করছে ।
এদেরকে ম্যানেজমেন্ট করা এত সহজ নয়।
ঘরে ঘরে সীমাহীন অভাব।
অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে গেছে ।
তাই প্রচন্ড ধার্মিক ব্যক্তিরাও এখন ঘুষ খান।

আর নামাজের সময় হলে মসজিদে গিয়ে কপাল ঘষাঘষি করেন।
ঘুষ খেয়েও পুণ্যবান থাকার চেষ্টা করেন।
জান্নাতে যাবার স্বপ্ন দেখেন।

মালয়েশিয়ার সাথে নিজেকে তুলনা করার মত সময় বাংলাদেশের এখনো আসেনি।
কেননা মালয়েশিয়া বিদেশ থেকে কামলা আনে আর বাংলাদেশ বিদেশে কামলা পাঠিয়ে দুই পয়সা ইনকাম করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.