নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আজকের সন্ধ্যায় বই মেলায়। ************************

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪


আমাদের দোহারের (বটিয়া, জয়পাড়া, দোহার, ঢাকা) কবি স্বপ্নীল ফিরোজ ( মোহাম্মদ ফিরোজ আলম) এর সদ্য প্রকাশিত কবিতার বই " কুয়াশার নৃত্য মুদ্রা" আজ সন্ধ্যা বেলা অমর একুশে গ্রন্থমেলা থেকে কিনে নিয়ে আসলাম।

কোন লেখক বা কবির কাছ থেকে সৌজন্য কপি পাওয়ার প্রত্যাশা করা ঠিক নয়।

পাঠকদের উচিত লেখককে উৎসাহ দেওয়া।

উৎসাহ দেওয়ার অংশ হিসেবে বই ক্রয় করা উচিত।

ইস, আমার নিজের যদি একটি বই থাকতো আজকে বই মেলায় কতই না মজা হতো!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫২

সোনাগাজী বলেছেন:



আপনি মালয়েশিয়ায় বাংগালীদের জীবন নিয়ে লিখলে, একটি মুল্যবান বই হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমার ভাবনা শক্তি সীমিত ।
আমি দেখেছি আমার দ্বারা ভালো কোন লেখা হয় না।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



ছবিতে ২ জনকে দেখছি, কোনটি আপনি?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বুক স্টলে যিনি বইটি আমাকে দিচ্ছেন তিনি সেলস গার্ল।
আর কোন ব্যক্তির উপস্থিতি দেখা যাচ্ছে না।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৩

আঁধারের যুবরাজ বলেছেন: সোনাগাজী বলেছেন : ছবিতে ২ জনকে দেখছি, কোনটি আপনি? :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আল্লাহ সুবহানা তায়ালা ইহা ভালো জানেন।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৩

আঁধারের যুবরাজ বলেছেন: আফসোস গাজী ভাই !

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আফসোস!

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: দেখি আজ একটু ঢুঁ মারতে পারি। বই কেনা হবে কি না জানিনা যদিও। বই লিখার ইচ্ছে এক সময় আমারও ছিলো, এখন অবশ্য ততটা আর নেই। ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বই মেলায় আসেন ।
বাংলাদেশে ভালো যে কটি জিনিস আছে তার মধ্যে বই মেলা একটি।
আমাদের সবারই উচিত এই মেলাকে টিকিয়ে রাখা।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.