![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৬
বেগম রোকেয়া বলেছেন: শিক্ষা, দক্ষতা, সুশাসন, দুর্নীতি, জনসংখ্যার চাপ ও দারিদ্র্যের কারণেই বাংলাদেশের মানুষ পিছিয়ে রয়েছে।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৪
এ পথের পথিক বলেছেন: আপনাদের প্রদিপ নিভেই তো যাবে, ও প্রদিপ এ প্রজন্মমের ছেলেরা আর জ্বলতে দিবে না ।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৬
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: প্রদীপে তেল না দিয়ে প্রদীপের চারপাশে তেল দিলে তো প্রদীপ নিভভেই।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
ধুলোপরা চিঠি বলেছেন:
যারা এখন দেশ জয় করেছে নতুন কেহ নয়, এদের রাজননৈতিক ইতিহাস ছিলো ও আছে: ১৯৭১ সালে এরা পাকিস্তানের হয়ে বাংগালী জাতির বিপক্ষে যুদ্ধ করে হেরে গিয়েছিলো; আজকের ইতিহাস হচ্ছে, এরা আমেরিকা ও পাকিস্তানের মিলিত ক্যু'তে ( ডিপ-ষ্টেটের ) ভাড়াটে খাটছে।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪১
কামাল১৮ বলেছেন: জ্বলেছিল কবে?
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: বড় ভাই আপনি ফাকিবাজি পোষ্ট দিচ্ছেন কেন?
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সাথে আরো কিছু লিখুন। এইটুকুতে মন ভরে না।