![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
২| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ২:৫৩
ধুলোপরা চিঠি বলেছেন:
আমার উপর সামুটিম ক্ষেপতে পারে; তবে, ব্লগেও খুব সামান্য পরিমাণ ব্লগার হচ্ছেন সৎ মানুষ।
৩| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ২:৫৫
ধুলোপরা চিঠি বলেছেন:
কিছু কিছু ব্লগারের ২/১টি পোষ্ট পড়লেই বুঝতে পারবেন যে, লেখকের সততার অভাব আছে।
৪| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ২:৫৬
ধুলোপরা চিঠি বলেছেন:
সততার অভাব থাকার কারনে আজকাল ব্লগের পোষ্টগুলোর পাঠক কমে গেছে।
৫| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ৩:০৮
কু-ক-রা বলেছেন: উহার মতে উহা (ধুলোপরা চিঠি) ওরফে পাঁদগাজী একমাত্র সৎ ব্লগার। বাকিরা অসৎ।
৬| ০৩ রা মার্চ, ২০২৫ ভোর ৫:৫২
কামাল১৮ বলেছেন: সৎ মানুষের খোঁজে।জার্মান নাট্যকার বের্টল ব্রেখটের লেখা একটি নাটকের নাম।ঢাকায় নাটকটি মঞ্চস্থ করে রেনেসাঁ।এই লেখকের আরো কিছু নাটক ঢাকার বেইলি রোডে মঞ্চস্থ হয়।
সৎ হতে পয়সা লাগে না।প্রয়োজন একটা ভালো মন।
৭| ০৩ রা মার্চ, ২০২৫ ভোর ৫:৫৭
ধুলোপরা চিঠি বলেছেন:
@কু-ক-রা ,
আমি সৎ বাংগাল.
বর্তমানে শ'খানেক ব্লগার সামুতে লেখেন টেখেন; এদের মাঝে ৯০ জনের কাছাকাছি পরিমাণ ব্লগার সৎ নন।
৮| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ৭:৪০
ধুলোপরা চিঠি বলেছেন:
@কু-ক-রা ,
আপনার ১টা মন্তব্য দেখেই যেকোন ব্লগার বলতে পারবেন যে, আপনি স্বাভাবিক মানুষ নন।
৯| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: #ধুলোপরা চিঠি
আপনার কথা শুনলেই মেজাজটা এত গরম হয় যে.....মনডা চায় (যাক রোজার মাস কইতাম না)
আরে মিয়া আগে নিজের কথা ভাবেন। আপনে কতটুকু সৎ? কুকরা তো সদা সত্য কথা বলে তার কথা শুনিয়া আপনার অত্যধিক পরিমাণ জ্বলে
আপনার মন্তব্য পড়ে ৯৮ ভাগ ব্লগার আপনার প্রতি বিরক্ত। কুকরা নয় আপনি শতভাগ অস্বাভাবিক একজন বলগার।
১০| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: গতকাল একটা নাটক দেখলাম- সেখানে একটা ডায়লগ আছে- বুড়ি বেটি কয় কি!
১১| ০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ৯:১২
আলামিন১০৪ বলেছেন: ভূতের মুখে রাম নাম...তবে সৎ ব্যক্তিকে কেউ পছন্দ করে না..প্রশংসা তো নয়ই
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০২৫ রাত ২:৫২
ধুলোপরা চিঠি বলেছেন:
সৎ মানুষ বাস করে জাপানে, নরওয়ে ও পশ্চিমের কিছু দেশে।
বাংলাদেশে শিশু কিশোরদের বাদ দিলে, বাকী জনসংখ্যার ৯০ ভাগ অসৎ।