![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: শেষ পর্যন্ত টিকে থাকে মানুষের কথা।
যেমন ধরুন আমি মরে গেলাম। আমাকে ভুলে যাবেন কিন্তু হুটহাট আমার দুই একটা কথা আপনার মনে পড়বে।
আজকাল মানুষ তার পরিবারের বাইরে কাউকে ভালোবাসে না। মানুষের সমস্ত প্রেম ভালোবাসা আর প্রেম তার ছেলেমেয়ে স্ত্রী কন্যার জন্য।
এযুগে প্রেম ভালোবাসা ফালতু শব্দে পরিনত হয়েছে। আর মায়া? বনের পাখি বনে উড়ে যায় মায়া পড়ে থাকে।