নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের একটা নতুন মোড়ে দাঁড়িয়ে আছি।সেটা আমার কাছে একদমই নতুন।পথ টা অপরিচিত।

সাজ্জাদ রয়েল

সাজ্জাদ রয়েল › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস করাটাই কেন যেন কঠিন হয়ে গেছে

০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

গত ৪ বছর ধরে অপেক্ষা করছি নানুবাড়িতে যাবো। লাস্ট ২ বছর ডিপ্রেশন আর পড়ালেখায় ঝামেলার কারণে যাবার নাম নিতে পারিনি। আর এবার যখন যাবো বলে ঠিক করলাম শুরু হয়ে গেল কাহিনী।
1st semester এর ব্রেকে: এই গরমের মধ্যে যাবি! এত গরম, বমি করে অসুস্থ হয়ে যাবে নাকি সবাই।
2nd semester এর ব্রেকে: এই বৃষ্টির সিজনে কেউ বেড়াতে যায় নাকি তাও লঞ্চে তার উপর আবার ডেংগু র প্রকোপ।
3rd semester এর ব্রেকে : এত শীত এ কেউ যায়! ছোট ভাইয়ের প্রাইভেট আছে ব্লা ব্লা।
গরমের সময় যাইস!!!!!!!!!!!!!!! "
মেইন কারণ হলো ভাড়া! লঞ্চে গেলেও খরচ, বাসেও খরচ।
আমি ভার্সিটি তে মাত্র 1st year এ পড়ি কিন্তু আমার এখন ই unemployed ফিল হচ্ছে। আমার আব্বু একজন প্রফেসর অবশ্যই আব্বুর বেতন আর যেকোনো সাধারণ চাকরিজীবী র থেকে বেশি হবার কথা তাহলে এত টানাটানি কোথা থেকে আসে। । ফেড আপ হয়ে গেছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
টিউশনি করলেই তো পারেন।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১১

সাজ্জাদ রয়েল বলেছেন: টিউশনি যতটা সহজ শোনায় সেটা পাওয়া ততটা সহজ কি ? তবে সমস্যা মিটে গিয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.