নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যশোরের মানুষ

যশোর

যশোরের মানুষ

যশোর › বিস্তারিত পোস্টঃ

দানায় ভরপুর বেদানা

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১


দানায় ভরপুর বেদানা। আদি নিবাস ইরাক-ইরান। তবে সুখবর হলো, স্বল্প পরিসরে হলেও এখন এই ফলটি দেশেই চাষ হচ্ছে।
জাহাঙ্গীর তার জমিতে দুই জাতের বেদানার উৎপাদন শুরু করেছেন। এক জাতের ফল হালকা সবুজ আরেক জাতের ফল গাঢ় লাল। বাজারে দুই রঙের বেদানা পাওয়া গেলেও বিশ্বের সবখানে লাল রঙের বেদানার কদর বেশি।
গাছ থেকে পরিপক্ক বেদানা সংগ্রহ করে বাজারে বিক্রি শুরু করেছেন জাহাঙ্গীর। কেজিপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা দাম পাচ্ছেন তিনি। বাংলাদেশের বাজারে বেদানার ব্যাপক চাহিদা রয়েছে। বেদানা চাষের প্রসার বাড়াতে এ বছর দেড় হাজার গুটি কলম বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ থেকে তার আয় হবে প্রায় দুই লাখ টাকা।
তথ্যসূত্র: সুবর্ণভূমি

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

নাবিক সিনবাদ বলেছেন: দানায় দানায় ভরপুর ফলটির নাম বেদানা হলো কেন? :D

২| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

যশোর বলেছেন: নাবিক সিনবাদ // কেন যে নামটি এমন হলো, তা গবেষনার বিষয়, আমিও জানি না।

৩| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

গোধুলী রঙ বলেছেন: ঢাকার বেদানায় লাল রং সিরিন্জ দিয়া পুশ করে।

৪| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

গেম চেঞ্জার বলেছেন: আমিও খাই। খুব ভাল। তবে দামটা বেশিই।

৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪

যশোর বলেছেন: গোধুলী রঙ// সচেতন হতে হবে, এছাড়া বিকল্প নেই

৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

যশোর বলেছেন: গেম চেঞ্জার // ভালো জিনিসের দাম একটু বেশি হবেই। তবে বাড়িতে একটা টবে গাছ লাগিয়ে মানুষ করতে পারলে অন্তত ফ্যামিলির প্রয়োজনটা মনে হয় মেটানো যায়। এখন যদিও দেশে চাষ হচ্ছে, ছোটবেলায় আমাদের বাড়িতে দেখেছি, বড় একটা বেদানা গাছ ছিল। সারাবছরই বেদানা পেতাম ওই গাছ থেকে।

৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩

গেম চেঞ্জার বলেছেন: ভাল জিনিসের দাম বেশিই হবার কথা। :) ঠিক বলেছেন। তবে এর পুষ্টিগুণ নিয়েও সায়েন্টিফিক তথ্য দিলে পোস্ট।


সামু ব্লগের সহজ পাঠ!! এই লেখাটি আপনি পড়েন। কামে লাগবো।


৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: লেখা পড়ে মনের মাঝে বেদানা খাওয়ার বেদনা উঠল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.