![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প কবিতা উপন্যাস লেখার চেষ্টা করছি। মন চাইলে কবি বা লেখক বলতে পারেন।
তোমার ঠিকানা অজানা
কোন শহরে বাস কোন গলিতে বাসা
অামি তা জানি না, কিছু জানি না।
দেখিনি কখন তোমার বাস্তব অবয়ন
তবু তোমার ছবি মনের দেয়ালে অাকি
একটার পর একটা অাঁকি স্বপ্নে জাগরণে।
অষ্টমীর চাঁদ অস্তগামী
থমকে মধুমতীর কুল কুল ধ্বনি
ঘুমন্ত পৃথিবী প্রহর গুনে চলে
প্রতিক্ষা একটি পাখি ডাকবার।
তখন অামি জাগ্রত, তখন চলমান
অনুভবে তোমার অামান তর্জনী শিকল বন্ধী।
©somewhere in net ltd.