নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলদের চিকিৎসার কাজে নিয়োজিত (শুধু এই সাইটের) ০১৭১৭-৫২৩৮০৮

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: [email protected] এই আইডি তে..এড কইরেন...

সায়েন্স জোন

আমি দেখিনি, আমি জানিনি, আমি শুনিনি অনেক কিছু............. আমি চাইনি, আমি পাইনি, তবু ঘুরেছি.............................. তোমার পিছু।

সায়েন্স জোন › বিস্তারিত পোস্টঃ

;) টয়লেট::::(এক মহামূল্যবান স্থানের নাম)

১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১৩

টয়লেট:::::::::::::P

নাম টা শুনলে অনেকেই নাক শিটকায়, অনেকেই বলে ছি............

কিন্তু টয়লেট ই আমাদের জীবনের সবচেয়ে শান্তির স্থান................

আর টয়লেট এবং টয়লেটে করা কাজ যে কতটা শান্তির তা আমরা গোপাল ভার এর সেই গল্প থেকেই বুঝতে পারি............

ঐ সেই গল্পটা.............

রাজা গোপালকে বলল:: আমার রাজকন্যা হয়েছে তুমি কেমন খুশি হয়েছো, গোপাল বলে মল ত্যাগ করার মত..........শুনে রাজা তো খুবি রাগান্তিত হলেন.......এবং গোপাল এর ফাসির ঞুকুম দিলেন..........গোপাল তখন বললো ঠিক আছে হুজুর কিন্তু মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে আপনার সাথে নৌ ভ্রমনে যাবো............রাজা রাজি হলেন.

নৌ ভ্রমনের এক সময় রাজার প্রচন্ড চাপ পেল রাজা নৌকা ভেরাতে বললো........কিন্ত গোপাল নানান কারণ দেখিয়ে নৌকা তীরে ভেরালো না..............অনেকক্ষন এভাবে কাটানোর পর রাজার যখন যায় যায় অবস্থা তখন গোপাল নৌকা ভেরালো এবং রাজা কাজ সারলেন..:D

কাজ শেষে রাজা বলল আহহহহহহহহহহ

জীবনের সব থেকে শান্তি পাইলাম..........;)

তখন গোপাল রাজার দিকে তাকিয়ে হাসলো এবং রাজা বুঝতে পারলেন...........গোপাল সবথেকে ভালো কথাই বলেছে....তাই তাকে ক্ষমা করে দিয়ে পুরস্কিত করা হলো.........:D



আমাদের এই মহা দরকারি ও গুরুত্বপূর্ণ স্হানটির অবস্থান আমাদের সব কিছূর উপরে..

আর তাইতো ওনাকে সম্মান করেই আমার লেখা এই কবিতাটি..........:P



টয়লেটেতে হাগি,

টয়লেটেতে মুতি,

টয়লেটেতে ঢুকে,

তোমায় শুধু খুজি।

যত দিন করবো হাগু,

করবো আমি মুতু।

ততদিন আমার মনে,

থাকবে তুমি শুধু।

মন্তব্য ৫ টি রেটিং +২/-৬

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২১

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আপনার টয়লেটপ্রেমিকা কি টাইল্সমারা; শাদা না কালা?

১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৪

সায়েন্স জোন বলেছেন: ;)

২| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৫

নাজিরুল হক বলেছেন: এই সেরা সাহিত্যিক লেখাটাকে পুরস্কিত করা হোক।

৩| ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৯

হাসান মাহবুব বলেছেন: নবেল দেয়া হউক। মাইনাছ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০০

সুজন ১২ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.