![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষ এক সমস্যায় পড়ে আপনাদের দ্বারস্থ হলাম। মুভি, কার্টুন, টিভি সিরিয়াল এর প্রতি আমার একটু বিশেষ দুর্বলতা আছে। প্রথমে মিডিয়া ফায়ার হলেও পরে টরেন্টের মাধ্যমে ডাউনলোড করতাম। প্রথমে torrific.com এবং পরে zbigz.com দিয়ে IDM এ লিঙ্ক নিতাম। free user হিসেবে মাত্র দুটো ফাইল একবারে লিচিং করতে পারতাম। কিন্তু ফাইল দুটোর সাইজ নিয়ে মাথা ঘামাতে হত না। ভালই চলছিল সব। কিন্তু কিসুদিন ধরে zbig এ কিছু সমস্যা হচ্ছে। সম্ভবত zbig তাদের সার্ভার আপডেট করেছে, তাইঅনেক পরিবর্তন টের পাচ্ছি। এখন আর ১ জিবির বেশি ফাইল সাইজ হলে তা আর নিচ্ছে না। হ্যা, সম্ভব
যদি প্রিমিয়াম ইউজার হয় তবে। কিন্তু আমার পক্ষে তো সরলপথে প্রিমিয়াম ইউজার হওয়া সম্ভব নয়।
টরেন্ট থেকে আইডিএম এ নেয়ার অন্য কোনো উপায় কি আছে? থাকলে সিস্টেমগুলো জানতে মন আকুপাকু করছে।
তাই টেকি ভাই এবং অভিজ্ঞদের পরামর্শ খুব দরকার।
এই পোস্টে সময় দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯
জিপসি মেহেদি বলেছেন: দুঃখিত .।.।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
বাংলার ফেসবুক বলেছেন: তাই টেকি ভাই টেকনিক এবং অভিজ্ঞদের পরামর্শ খুব দরকার।