নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

মানুষ মারার এই মহানারকীয় যজ্ঞ ও মৃত্যুর মিছিল বন্ধ করুন। আর কত মানুষ পুড়লে ক্ষমতায় যেতে পারবেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯



৫ই মে যখন ঢাকা শহরকে নারকীয় করে তুলেছিলো হেফাজত নামের কিছু মানুষ তখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ডাক দিলেন ঢাকা সকল মানুষ কে রাস্তায় নেমে আসার জন্যে। ততক্ষনে বায়তুল মোকাররমের ছোট ছোট দোকানদারদের কপাল পুড়ে গেছে হেফাজতি তান্ডবে। তিনি বললেন ছাত্রদলের নেতা কর্মীদের পানি খাদ্য হাতে রাস্তায় নেমে আসতে। হেফাজতি দের পাশে দাড়িয়ে হাসিনা সরকারের পতন সম্পন্ন করার জন্যে নির্দেশ পাঠালেন তার হাইকম্যান্ডকে। কিন্তু হলো না, হাসিনা সরকার অত্যন্ত সফলভাবে, সাহসিকতার সাথে হেফাজতিদের বাড়ী পাঠিয়ে দিয়ে ঢাকা শহর পরিস্কার করে ফেললেন। এরপরে বেগম খালেদা জিয়া আবার সারা দেশের মানুষকে পথে নেমে আসতে বলেছিলেন ৫ই জানুয়ারী নির্বাচন ঠেকানোর জন্যে। তিনি যার যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় নেমে আসতে বললেন এই হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহন না করার ঘোষনা দিয়ে। মানুষ যে কেনো তার ডাক শুনতে পেলো না জানা যায়নি। তবে সাধারন মানুষ তো দুরের কথা কোথাও কোথাও দুয়েকটা শিবিরীয় বোমা আর আগুন দিয়ে মানুষ মারা ছাড়া নিজের দলের অকুতোভয় সৈনিকরাও মাঠে নেমে আসেনি সেদিনের সেই ডাকে। আর বর্তমানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে ক্ষমতায় যাওয়ার যে ফর্মুলা বিএনপি শুরু করেছে সেই ফর্মুলায় ক্ষমতায় যাওয়া দুরের কথা নিজেদের রক্ষা করতে পারবেন কিনা সেটাই আজ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এরই মধ্যে আগনে ঝলছে গেছে পুরো পরিবার। দুধের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধ কেউ রেহাই পাননি তার দলের কর্মীদের নারকীয় উল্লাস থেকে। মারা গেছে একই পরিবারে সাতজন, মারা গেছে বাবা মেয়ে, মারা গেছে শিশু আর মা, মারা ট্রাকের ড্রাইভার হেলপার এবং মারা গেছে নিজ দলের ইউনিয়ন সভাপতির বৃদ্ধ পিতা। কিন্তু থামেনি আগুন, থামে নি মানুষের মৃত্যু। এ যেনো এক মরণপণ প্রতিজ্ঞা, সারা দেশ যদি আগুনে পুড়ে কয়লা হয়ে যায় তবুও কোন ক্লান্তি নেই। সন্ত্রাস আর মানূষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবেনা বা কোন রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা যাবেনা এই সহজ সমিকরনটি বেগম খালেদা জিয়াকে বুঝতে হবে বলে মনে করেন সাধারন মানুষ। আমরা শুধু চাই এই মৃত্যুর মিছিল বন্ধ হোক। বন্ধ হোক মানুষ মারার এই মহানারকীয় যজ্ঞ।






মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

নিলু বলেছেন: ভাই , শুনেনই যে , নিজে বাঁচলে বাপের নাম যে , লিখে যান

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

গাঁও গেরামের মানুষ বলেছেন: "আমরা শুধু চাই এই মৃত্যুর মিছিল বন্ধ হোক। বন্ধ হোক মানুষ মারার এই মহানারকীয় যজ্ঞ।"- এই দাবিতে লেখকের সাথে সহমত। তবে কারণ বিশ্লেষণে একমত নই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.