![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের রাজনীতিবিদরা যারা দেশের সাধারণ জনগনের জন্য রাজনীতি করেন, ভোটের জন্য গণতন্ত্রের কথা বলেন, তাদের বিধাতা ভাগ্যবান করে সৃষ্টি করেছেন। ঐসব রাজনীতিবিদ ভাগ্যবানদের কাছে অর্থ আসে বিদেশ থেকে। পরিবারও থাকে নিরাপত্তার অজুহাতে বিদেশে বিত্ত বৈভবে জনগণের পাচার করা অর্থে কিংবা চুরি অর্থে। তাদের দামী ৪/৫টি গাড়ী, বিলাসবহুল ফ্ল্যাট, বাগান বাড়ী, বিদেশ ভ্রমনের বিলাসিতা, পরিবারের বিদেশ থাকা, অর্থ পাচার আর ছেলে-মেয়েদের বিদেশে পড়ানো সবই চলে। কিন্ত আজ এ রাজনীতিবিদদের ক্ষমতার লোভে যে ১২০জন পেট্রোল বোমায় পুঁড়ে নিজ পরিবারদের সহায়হীন করে পরপারে চলে গেছে তাদের যা পুঁজি ছিল তাদের শরীর। ছোট শিশু সন্তানের মুখে দুধ আর পরিবারের অন্ন যোগাড় করার জন্যই আজ ২ মাসের অবরোধে বের হওয়া আর জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখে পরপারে চলে যাওয়া ছাড়া কোন উপায় ছিল না তাদের। আমাদের রাজনীতিবিদদের কাছে পরপারে চলে যাওয়া ঐ অসহায় পরিবারের আর সাধারণ মানুষদের প্রশ্ন বিত্ত বৈভবের অধিকারী রাজনীতিবিদরা কিসের জন্য মানুষ হত্যা করে চলেছেন। কি জবাব দিবেন সৃষ্টিকর্তাকে। যে আমাদের শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তার কাছে তাই আকুল মিনতি আর প্রার্থনা আমরা সুস্থভাবে স্বাধীন এ দেশে বেঁচে থাকতে চাই, এ দেশ আমার। এ দেশেই তো জন্ম আমার, যেন এ দেশে সুস্থভাবে মরি। আমার পরিবারে অন্ন তুলে দিতে আমাকে প্রতিদিন শ্রম বিক্রি করতে হয়। আমাকে সুস্থ জীবন আর স্বাভাবিক চলার গ্যারান্টি দিন। রাজীতিবিদরা দেশকে শান্তি দিন।
©somewhere in net ltd.