![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি নেতাদের ভন্ডামি সবখানে। তারা ভোটেও অংশ নিচ্ছে, আবার শুরু থেকেই সেই ভোটকে বিতর্কিত করারও চেষ্টা করছে। সিটি করপোরেশন নির্বাচনকে তামাশা নির্বাচন বলেছে, আবার সেই তামাশার সিটি করপোরেশন নির্বাচনে অংশও নিচ্ছে। যদি বিএনপি নির্বাচনে জিতে তবে বলতে শুরু করবে, সরকারের প্রতি জনগণের সমর্থন নেই, আর যদি হেরে যায়, তাহলে বলবে কারচুপি করে সরকারি প্রার্থীদের জেতানো হয়েছে। এসব হচ্ছে বিএনপির গণতন্ত্রের নমুনা। গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি জিতে কি উন্নয়ন সাধন করেছে? ফ্লাইওভার মানুষের গায়ে ভেঙ্গে পড়েছে, চট্টগ্রাম নগরী বঙ্গোপসাগরে পরিণত হয়েছিল। পরিচ্ছন্ন রাজশাহী নগরী এখন আবর্জনা বর্জ্যের শহর। ভোট গণতান্ত্রিক অধিকার, সেই সাথে যোগ্য লোকদের নির্বাচিত করার দায়িত্ব। ভোটে যদি অযোগ্য লোকরা নির্বাচিত হয়, তবে বন্ধ হয়ে যাবে সামনে এগিয়ে যাওয়ার পথ। দেশকে এগিয়ে নিতে আর ভুল নয়, এবার যোগ্য লোকদের নির্বাচিত করে দেশকে এগিয়ে নেয়ার গণতান্ত্রিক দায়িত্ব পালন করি। বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করি।
©somewhere in net ltd.