![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে ভোট চাইতে গেলে এক সাধারণ মানুষের বক্তব্য- একটা পোলাফাইন স্কুলে গেছে? আমার বাচ্চারে কষ্ট কইরা পড়াই, পরীক্ষা হয় নাই, স্কুলে যায় নাই... কী অবস্থা! আর মানুষগুলি যে পুড়েছে! যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেয় নাই। মানুষ অফিস আদালতে ভয় এবং জীবনের ঝুকি নিয়ে গিয়েছে। সারা দেশে এক আতঙ্ক বিরাজ করেছিল। সাধারণ মানুষের জীবনের নুন্যতম নিরাপত্তাটুকুও তারা হরন করেছিল। ঢাকা উত্তরের সহিংস কার্যক্রমের মুল হোতা হল এই তাবিথ আওয়াল। আর তাকে ভোট দিব। আমগো গরিবের নীতি আছে, কোন কিছুর বিনিময়ে এই সন্ত্রাসী দলের প্রার্থীকে ভোট দিব না। যে সাধারণ মানুষ গুলকে মেরেছে এর বিচার হইব না?
©somewhere in net ltd.