নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

তাবিথের পিতা আব্দুল আওয়াল মিন্টুর অপরাধ শুধু রাজাকার বাহিনীর সদস্য হিসেবেই শেষ নয়, মানুষের জীবন নাশ , বিবাহিত - অবিবাহিত নারীর সম্ভ্রম হানি এবং পতিতাবৃতিতে বাধ্য করা ইত্যাদি

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৫




আব্দুল আওয়াল মিন্টু এবং তাবিথ আওয়াল এমন এক আতংকের নাম যা দেখা যায় না, যা শুধু মাত্র প্রতারিত সাধারণ, সহজ - সরল বিপদ গ্রস্থ মানুষ জানে। আব্দুল আওয়াল মিন্টুর অপরাধ শুরু রাজাকার বাহিনীর সদস্য হিসেবেই শেষ নয়, ১৯৭১ থেকে আজ পর্যন্ত বহু মানুষের জীবন নাশ , বিবাহিত - অবিবাহিত নারীর সম্ভ্রম হানি এবং পতিতাবৃতিতে বাধ্য করা , মাদ্রাসার ছাত্র দের সমকামিতায় বাধ করা , মাদ্রাসার ছাত্র ধর্ষণ, ইসলামী জঙ্গি কার্যক্রম এর সহযোগী নেতা! আব্দুল আওয়াল মিন্টুর সব চেয়ে বর গুন বিএনপির আমলে বিএনপি ! জাতীয় পার্টির আমলে জাতীয় পার্টি এর সাথে মিশে যাওয়া ! ঠিক যেই রূপে জামাত - শিবির চলে ! আব্দুল আওয়াল মিন্টু এবং তাবিথ আওয়াল আইনের বাইরে থেকে মানুষের ক্ষতি করে যাচ্ছে এবং ওদের কে বিচারের আওতায় আনা যাচ্ছে না। দেশের মানুষ আশা করে আস্নন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকাবাসী তাদের প্রতারণার জবাব দিবেন ব্যালটের মাধ্যমে।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: কোন তথ্য প্রমান ছাড়া এই ধরনের অপ্রচার কেবল হাম্বা লিগের দালালরাই করতে পারে, তাদের জন্য একগুছ খড়(অথবা ঘাস, যদি খড় পসন্দ না হয়!!)

২| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৮

আলফ্রেড বি বলেছেন: ভবিষ্যতে রুপকথা লেখক হিসেবে নাম করবেন আপনি|

আজকের রুপকথাটা ভালো হইছে|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.