![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৯৬ সালে তাবিথের বাবা আব্দুল আউয়াল মিন্টু জাতীয় ছিল, পরবর্তীতে নিজ শারতের জন্য বিএপিতে যোগ দেয় , নিজাদেরকে যোগ্য পাথী হিসেবে গড়ে তোলার লক্ষে বিগত বছরগুলুতে বিভিন্ন অপকর্মের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ,বিশেষ করে গত ৫ই জানুয়ারী থেকে বিএপি হরতাল অবরুদের নামে যে সহিংস তাণ্ডব চালিয়েছে। তাতে সক্রিয় ভূমিকা রেখেছে আব্দুল আওয়াল মিন্টু। পেট্রোল বোমা হামলা, মটর গাড়ীতে হামলা সহ মানুষ পুড়িয়ে মারা সহ নানা অপকর্মে জড়িত ছিল তাবিথ আওয়াল ও তার বাবা মিন্টু। এর প্রধান উদ্দেশ্য ছিল দলে নিজেদের অবস্থান পাকাপক্ত করা এবং পরবর্তীতে ক্ষমতায় গেলে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করা।
২| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৭
ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: কোন তথ্য প্রমান ছাড়া এই ধরনের অপ্রচার কেবল হাম্বা লিগের দালালরাই করতে পারে, তাদের জন্য একগুছ খড়(অথবা ঘাস, যদি খড় পসন্দ না হয়!!)
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৩
গারো হিল বলেছেন: ভাইস্তা নকল কইর পাস করছিলা নি
বানান এতো ভুল কিয়া :>
আগে খাতায় লিখে কাওরে দেখায় পরে ব্লগে পুস্টু মারবা
তোমাগো দলের এক কুতুব এর মাইয়ারে বিয়া করায়ছে এক পোলারে দিয়া তুমাগো নেত্রী মাইন্ড খায় নাই তুমি কিয়ের লাইগ্যা মাইন্ড খায়তাছো :>