![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় দুই মাস ধরে আত্মগোপনে থাকা বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া গেছে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের পাস্তুরহিল এলাকার মিম হ্যানস মেন্টাল হাসপাতালে। তিনি পরিপূর্ণ সুস্থ আছেন। কিন্তু কিছু দিন থেকে দেশের কয়েকটি অনলাইন গণমাধ্যমে সালাউদ্দিন নিখোঁজ বলে সংবাদ প্রকাশ পায়। তখন থেকেই আন্দোলনের ফাঁদ বুনতে থাকে বিএনপি। কিন্তু আর কত তিনি নিজেকে আত্মগোপন করে রাখবেন? পরিবারের জন্য কারই বা মন না কাঁদে। দলের কথা ভুলে গিয়ে নিজ পরিবারের কথা চিন্তা করে তিনি নিজেকে আত্মপ্রকাশ করলেন। আত্মপ্রকাশের মাধ্যমে তিনি বিএনপির সকল ফাঁদ নষ্ট করে দিলেন। কেননা বিএনপির শেষ গুটি ছিল সালাউদ্দিন আহমেদ। নিজ দলের কর্মীকে আত্মগোপনে রেখে শেষ গুটি ছুঁড়তে চেয়েছিল বিএনপি। কিন্তু পরিবারের মায়ায় সালাউদ্দিন আহমেদের কাছে ব্যর্থ হল বিএনপি। হায়রে রাজনীতি!
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ রাত ২:৩৫
বাংলার জামিনদার বলেছেন: লোকটা বউয়ের হাত থেকে পালাইয়া বাচছিলো, আবার ধরা পইরা গেলো। কোথাও শান্তি নাই রে পাগলা।