![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে ফাঁসাতে চাইলে আঙ্গুলের ছাপ ছাড়াও অনেক ভাবেই তাকে ফাঁসানো সম্ভব। এখন এমন হয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের বিরোধীতা করে ফেসবুকে/ব্লগে একটা পোস্ট না দেয়া মানে হলো আমি একজন সচেতন নাগরিকই না। সিম রেজিস্ট্রেশনের সময় আঙ্গুলের ছাপতো আগেও দিয়েছে সবাই ফরমে, তবে সেটা কালির ছাপ, ডিজিটাল না। তখন তো কোন সমস্যা হয়নি, এখন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখন অবস্থা হয়েছে "ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়" টাইপের। ভালো কিছু দেখলেও ডরায়, খারাপ কিছু দেখলেও ডরায়। এখন জনগণ পাসপোর্টের মাধ্যমেও ছ্য় মাসের জন্য সিম রেজিস্ট্রেশন করতে পারবে। আমার ন্যাশনাল আইডি দিয়ে আমি সিম কিনলাম, দোকানদার ইচ্ছা করলে সেই আইডি কপি করে একজন সন্ত্রাসীর কাছেও সিম বিক্রী করতে পারতো। বায়োমেট্রিক পদ্ধতির ফলে এই কাজটা কিন্তু সে করতে পারবেনা। এটা আমাদের ভালোর জন্যই। তবে কেন আমরা নাগরিকের নিরাপত্তা ও Identification এ পদ্ধতিটি গ্রহন করব না।
নিচের ভিডিও লিঙ্ক থেকে জেনে নিন আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর-
সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সময় বাড়ল
https://youtu.be/g_YMgipRh0M
২| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
হাটহাজারির তইন বইলচি বলেছেন: আমাদের হুজুরের ফুনে মাঝরাতে কয়দিন আগে ফুন কইরা এক বেগানা বেডি ইশক মহব্বতের নিষিদ্ধ কথা শুনাইছেন। বায়োএসএসসি থাকলে হুজুররে কেউ যৌন হয়রানি করত না। আমারা হাটহাজারির তইন অবিলম্বে বায়োসিম চাই। মুপাইলে নারী পুরুষের অবাধ মিলামিশা অবিলম্বে বন্ধ করতে হইবে।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: ভাই, এই লেখাটা আসলে কার? আপনার পোস্টের পরপরই (এখনও ব্লগের প্রথম পৃষ্ঠায় আছে) হুবহু একই শিরোনামে একই লেখা প্রকাশ করেছেন “ইয়াকুব আলী” নামে একজন! তাই, আমার মনে এই প্রশ্নটা জেগেছে। কিছু মনে করবেন না।
আপনাকে ধন্যবাদ।