নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

আগলে রেখো

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯

আগলে রেখো বুকের খাঁচায়
ফুল্ল সকাল- সতেজ বাতাস,
আগলে রেখ প্রভাতফেরির
ফুলের গুচ্ছে রঙীন পলাশ ।

আগলে রেখ সোনার বাংলা,
যদিও এখন বৈশ্বিক গ্রাম
আগলে রেখ বজ্রকন্ঠ
দিতে হলে দিও আরও কিছু দাম ।

আগলে রেখ ত্রিশ লক্ষ,
অসীম সাহস, বিজয় মন্ত্র ।
এই সময়েও পথ দেখাবে
হয়তো কোন ব্যর্থ তন্ত্র ।

আগলে রেখ লালন- হাসন-
বাউল এবং ভাটিয়ালী ,
প্যাশনের ভীরে ডাঁসা পেয়ারাটি
নাচুক ডালে কাঠবিড়ালি ।

আগলে রেখ লাটাই হাতে
আকাশজুড়ে উড়ুক ঘুড়ি
বহুপথ ঘুরে মিলিয়ে মিলায়ে
দিন শেষে ফের ডাকবে বাড়ি।

আগলে রেখ জ্যোৎস্না বিলে
আলো হয়ে ফোটা শাপলা সফেদ ।
হাতটি বাড়াও- হাতে হাত রাখো
অন্ধকারের গড় বেরিকেড ।

আগলে রেখ রমনার বট
সূর্যোদয়ের মহান মিলন
হাজার রঙে রাঙিয়ে নিও
জীর্ণ এবং যা কিছু মলিন ।

আগলে রাখো -'মানুষ সত্য
তাহার উপরে নাই-'
লড়তে হলে লড়ে যাও আরও
জয়ী যেন হয় ভালবাসাটাই ।

==================

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: ফুল্ল কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.