নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

ভুল নয়তো ,ফুল ?

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪



সবুজ পাতার হালকা চাদর
পলকা হাতে সরিয়ে দিয়ে,
নবীন কুঁড়ি অবাক চোখে -
কান্ড দেখ,
উচ্ছ্বসিত ঝাঁপিয়ে পড়ে -
সাতশ' রঙের আলোর স্রোতে !
শরীর চুইয়ে রক্ত আলো
প্রোথিত হয় কুঁড়ির বুকে-
সে কি আলো? আলোই কেবল ?

আলোকগ্রস্ত নবীন কুঁড়ি-
পুরোটা পথ পষ্ট দেখে ।
সত্যি দ্যাখে? দেখা কি যায়?
দুহাত বাড়ায় বিহ্বলতায়-
কার দিকে কি নিজেই জানে ?
মুঠি মুঠি রঙ তুলে নেয়-
জীবন পেতে রঙ ঢেলে দেয়
মহাকালের আলোকধারায়
কণায় কণায় - নাচছে দেখ !
কুঁড়ি নয় আর- ফুল সে এখন।

ফুল ফুটেছে, ফুল ফুটেছে- বার্তা রটে ,
কার জন্যে, রক্ত গোলাপ?
কার জন্যে উঠলে ফুটে চেন তাকে?
তোমার রঙ যে ঝড় তুলে দেয় -
কোটির চোখে- উস্কানি হয়
বাঁধন ছেড়ার -জান কি তা?
সত্যি বল , চিরচেনা অচিন গোলাপ,
কার জন্যে ফুটলে এমন রক্তে নেয়ে ?
+++++++++++
+++++++++

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.