নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

আকাশ নেমে আসে

২৩ শে জুন, ২০১৮ রাত ১২:৩৫



রাত্রি হলে আকাশ নেমে আসে
ঝুলবারান্দায় বসে আমার পাশে।
হাত বাড়িয়ে শক্ত আলিঙ্গনে
বুক পেতে নেয়- মনের কথা মনে।
মনের পাত্র শূন্য হলে পরে
ঝুলবারান্দা দূরের পথ ধরে ।
মনের কথা ছলকে পড়ে তবু
পাত্র কোথায় - রাখতে পুরোটুকু?
ছড়িয়ে দিলে তেপান্তরের কানে
বুঝবে কি ছাই সকল কথার মানে !
মনের কথা মনেই থাকা ভালো
গহীন পথে দিতেও পারে আলো ।

——————

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ ভোর ৪:১৭

খনাই বলেছেন: "বুঝবে কি ছাই সকল কথার মানে !"
কবিতা সবার বুঝতেই হবে এমন কি কোনো হার্ড এন্ড ফাস্ট রুল আছে ? ভালো লাগলেইতো হলো । কবিতায় নিঝুম রাতে জ্বলা জোনাকির আলোর মতো ভালোলাগা ।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:১৫

সেজুতি_শিপু বলেছেন: না, বুঝতেই হবে এমন কোন নিয়ম নেই । কবিতার ক্ষেত্রে ভালোলাগাই প্রধান উপাদান।

অনেক ধন্যবাদ!

২| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:১৬

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ!

৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:৫৬

ইকরাম উল হক বলেছেন: অনেক দিন পরে
খুব ভালো একটা লেখা পড়লাম

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:১৭

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ! অনুপ্রাণিত হলাম ।

৪| ২৪ শে জুন, ২০১৮ রাত ২:৫১

আনাতোলিয়া বলেছেন: সত্যিই নেমে আসে ???

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:১৮

সেজুতি_শিপু বলেছেন: সত্যিই নেমে আসে, আপনি দেখেন নি কোনদিন ?
ধন্যবাদ

৫| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আকাশের কি সাধ্যি ধরে মনের কথা!
মনের কথা ধরতে পারে শুধুই মন;
সে মন আবার থাকে
সাত সাগরের পারে
অচিনপুরে!

তারে পেয়েছে কে কখন????

আপনার কবিতা ছুঁয়ে গেল অন্তপুরে :)
কাব্য এলো আকাশফুড়ে :)

+++


২৫ শে জুন, ২০১৮ রাত ৮:১০

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

৬| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:১৮

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

৭| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

স্রাঞ্জি সে বলেছেন: দারুণ কবিতা, হে কবিতা।

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:১৯

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

৮| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

খায়রুল আহসান বলেছেন: "মনের কথা মনেই থাকা ভালো
গহীন পথে দিতেও পারে আলো"
- কবিতার সমাপ্তিটুকু চমৎকার হয়েছে। ছবিটাও সুন্দর।
আনাতোলিয়া এর প্রশ্নটাও (৪ নং মন্তব্য) ভাল লেগেছে।
কবিতায় ভাল লাগা + +

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.