নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

কোথায় তবে যাই

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯



পায়ের নীচে এক সমুদ্র সরষে গড়াগড়ি,
একপা' এদিক, একপা' ওদিক- চটুল ফিঙে-
চতুর্দিকেই পথের ছড়াছড়ি।
আমি তো চাই , মৌণ পাহাড় হতে-
আমি তো চাই -অন্ধকারের চৌমাথাতে-
ঠায় বসে রই- তারার আসন পেতে ।

অন্ধকারের অতল পাত্র
আমূল শূন্য হলে
অনেক দূরকে ভেঙেচূড়ে ফেলে -
আলোক হাতে ফেরিওয়ালা
ঠিক দাঁড়াবে এসে ।
চাই বা না চাই ,
আলোক ছুঁড়ে দিয়ে
ভিজিয়ে দেবে - আদ্যপান্ত ,
যেন আমি পোড়ামাটি সেই-
অথৈ বৃষ্টি হিংসে করে
পুড়িয়েছিল যাকে!

বুকের তলে দগ্ধ ভিটে ,
ছিন্ন ঘরবাড়ি,
কান পাতলে কবুতরের অবাক গৃহস্থালী
সব পুড়ে ছাই , চাই- বা - না- চাই-
সব কেবলই ছাই ,
এখন আমি ,
এই অবেলায় কোথায় তবে যাই ?
—————————

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চাই বা না চাই ,
আলোক ছুঁড়ে দিয়ে
ভিজিয়ে দেবে, যেন আমি সেই

.................................................. ভালবাসার মানুষটি যেন পাই

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য ও মন্তব্যের জন্য । নিশ্চয়ই পাবেন - যাকে খুঁজছেন।

২| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভালোলাগা ,

চমৎকার হয়েছে।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



কবিতায় কি আমরাও আছি, নাকি আপনি একেলা?

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

সেজুতি_শিপু বলেছেন: সেটি তো আপনি বলতে পারবেন ।
অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।

৪| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: মোটামোটি।
আমি চাই আপনি আরও উন্নত কবিতা লিখুন।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ।
যা লিখি তাকে কবিতা বলা যায় কিনা তা নিয়ে আমার সংশয় আছে।
এলোমেলো শব্দ । কোন ভাবেই যা বলতে চাই তাকে শব্দে সাজাতে পারিনা। শব্দ নিয়ে খেলা অনেক কঠিন ।
সেভাবে সময় দিতেও পারিনা ।
আপনাদের অনুপ্রেরনায় তবু চেষ্টা করি । ভালো থাকুন ।

৫| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

সাগর শরীফ বলেছেন: ভাল লাগল ।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২০

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.