নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

বিধ্বস্ত সময়

২৩ শে মে, ২০২১ রাত ৯:২৮

-
শংকিত রাতের পর দ্বিধান্বিত আলো ফুটছে,
বারুদের গন্ধে ধুঁকছে প্রার্থনারত ভোরের বাতাস ।
ধুলায়, ধোঁয়ায় সূর্য অনেকটা ম্লান-
নাকি অক্ষম বেদনায়?
হামাগুডি দেওয়া শিশুটি ,
আলো ফোঁটার আগে ডানায় ঢেউ তোলা পাখিটি,
স্বপ্নের সুতোয় ঘুড়ি উড়িয়ে-
মুক্ত আকাশ খোঁজা কিশোর,
তারুন্যে টগবগে যুবা
ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে সবাই-
স্তুপিকৃত চিৎকারও পড়ে আছে পাশেই।
কে কার জন্যে কাঁদছে?
কেউ কি আদৌ কাঁদে কারো জন্যে?
আর্তচিৎকারগুলোও ক্রমশ: নিস্পেষিত
নতুন জন্ম নেওয়া আর্তচিৎকারের নীচে।

তবুও ধুসরিত মধ্যাহ্নভোজের টেবিল ঘিরে
ওরা কয়েকজন- ইয়াদ সালেহ,
তাঁর অন্ত:স্বত্ত্বা স্ত্রী, ভাই
ফুটফুটে তিনবছরের প্রজাপতি কন্যাটি-
সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার অশ্রু নিবেদন শেষে-
শুকনো রুটিতে কামড় বসানোর আগেই
কামড়ে ধরে বিভ্ৎস্যতম দানব
খুবলে ছিন্নভিন্ন করে ছুঁড়ে দেয় সভ্যতার
নির্লজ্জ আঙিনায় -
এ আঙিনা তবে কার জন্যে সাজানো হচ্ছে?
ওদিকে যারা নির্মাণ করছে অনবদ্য কবিতা,
চলচ্চিত্র, প্রযুক্তি, মঙ্গল-অভিযান
তারা কি তবে হৃদয়হীন বিকলাঙ্গ, নপুংশক ?
বর্বরতার জঠরে জমে ওঠা বিভৎস্যতম মৃত্যু
কি কেবল মহত শিল্পের প্রেরণা? রাজনীতি?
মানুষ! মানবতা!
এসব তবে কী? জীবন?
জীবন কি কেবলই
সস্তায় বিকানো এক পণ্য?
———

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২১ রাত ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অসাধারণ। সমায়ালোচিত কবিতা। +++

১৫ ই জুন, ২০২১ বিকাল ৩:৪১

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ২৩ শে মে, ২০২১ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।

১৫ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৩

সেজুতি_শিপু বলেছেন: বাস্তব কবিতা কি কাম্য? কবিতাকে হতে হবে বাস্তব থেকে ছিনিয়ে নেবার বাহন , নয়? অনেক ধন্যবাদ ।

৩| ০৮ ই মে, ২০২২ দুপুর ২:৩৫

অক্পটে বলেছেন: কবিতা পাঠে শরীর কাঁটা দিয়ে উঠল! কবিতা এক বছরের পুরনো। কিন্তু অনন্তকাল ধরে চলে আসা অন্যায়ের স্বরুপ উন্মোচিত হয়েছে আপনার কলমে। প্রতিটি শব্দে কতো সুনিপুণভাবে ভীষন সত্যকে ধারণ করেছেন আপনি।

১০ ই মে, ২০২২ বিকাল ৩:০৫

সেজুতি_শিপু বলেছেন: আপনি সেভাবে অনুভব করছেন, ভাবছেন, দেখছেন বলেই আপনাকে নাড়া দিচ্ছে এই কবিতা।
আপনার অনুভব ও সচেতনতাকে স্যালুট।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.