নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

বিপরীত আলোয়

১৫ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৮


(ছবি- নেট হতে সংগৃহীত)

রাতের সাথে সাথে ছুটছে দিন
আলোর সাথে সাথে অন্ধকার ।
দিগন্তে উদ্দাম বাতাস বাধাহীন
এপাশে বসে ঠায় বন্ধ দ্বার।
ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে শূন্যে
বিবর্ণ কত চোখ স্বপ্নহীন-
তবুতো আশাবাদী ছুটছে অনেকেই
সমুখে যেন আলো অন্তহীন ।
চারদিকে কত হাসির কলরোল,
কান পেতে শোন কাঁদছে কেউ
দিনমান কথা ফালতু কোলাহল-
তবুতো কিছু কথা তুলছে ঢেউ ।
======

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২১ দুপুর ২:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময়

১৬ ই জুন, ২০২১ দুপুর ১:৪৬

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

২| ১৫ ই জুন, ২০২১ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

১৬ ই জুন, ২০২১ দুপুর ১:৪৭

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪০

আহমেদ জী এস বলেছেন: সেজুতি_শিপু ,




মানুষ আশাবাদী। তাই মানুষকে ছুটতেই হয়।

কথার মতো কবিতাখানিও ঢেউ তুলে গেল।

১৬ ই জুন, ২০২১ দুপুর ১:৪৮

সেজুতি_শিপু বলেছেন: ঠিক, মানুষ আশাবাদী । ছুটতে তো হবেই ।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৫ ই জুন, ২০২১ রাত ১০:২৩

জটিল ভাই বলেছেন:
এভাবেই যাচ্ছে দিন, আসছে রাতি,
তবু নতুন ভোরের আশায় বেঁচে থাকি।

সুন্দর লিখনী :)

১৬ ই জুন, ২০২১ দুপুর ১:৪৯

সেজুতি_শিপু বলেছেন: ঠিক, তবু নতুন ভোরের আশায় বেঁচে থাকি। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে। ভালো থাকবেন।

৫| ০৮ ই মে, ২০২২ দুপুর ২:২২

অক্পটে বলেছেন: আহা কি স্বচ্ছ উপলব্ধি! কবিতা পাঠে কতগুলো পান্ডুর বিবর্ণ বিপন্ন চেহারা ভেসে উঠছে চোখে। যারা এখন আর স্বপ্ন দেখেনা, স্বপন দেখা ভুলে গেছে সেই কবেই শুধুমাত্র মরন আসেনা বলে অযাচিত বেঁচে থাকা তাদের। আমি যাদের কথা বলছি তারা আমার পরিচিত।

১০ ই মে, ২০২২ বিকাল ৩:০০

সেজুতি_শিপু বলেছেন: আসলেই, এরকম অনেক মানুষ র‌য়েছে আমাদের চারপাশে । আমাদের পরিচিত।
সেটি সনাক্ত করাও কম কিছু নয়। অনেক ধন্যবাদ। ভালোবাসা ও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.