|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেজুতি_শিপু
সেজুতি_শিপু
	লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
হরিৎ পত্র রং মাখা টিয়া
  বসেছিল এক ডালে
  বাতাসের ঢেউয়ে ফের উড়ে চলে 
  ডালের আন্দোলনে।
  হয়তো সে ডানায় -
  ক্লান্তির বোঝা বড় ভারী হয়েছিল,
  হয়তো সে ডানা শান্তির খোঁজে
  পথ ঘুরে ঘুরে এই ডালে বসেছিল।
  নিঃসঙ্গ অরন্যজুড়ে অধরা স্বস্তি কাঁধে
  আবার উড়ছে-উড়েই চলছে
  অজানার পথে পথে ।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ২৬ শে এপ্রিল, ২০২২  দুপুর ২:২৪
২৬ শে এপ্রিল, ২০২২  দুপুর ২:২৪
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৩:১৮
২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।