| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সেজুতি_শিপু
	লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
 
কোথাও কি একফোঁটা কান্না 
গোপন কৌটোয় লুকিয়ে রেখেছ যত্নে 
মধ্যরাতের কোন তারার হাতে 
তুলে দেবে বলে?
প্রাণপণে অগ্রাহ্য করা একটি কাঁটা 
সময়ে অসময়ে বিঁধে যাচ্ছে তুমুল
অসাবধানী পলল পেলেই?
সাইক্লোনের মত প্রবল কোন দীর্ঘশ্বাস
আটকে রাখতে রাখতে কখনও কি তোমায়
নেড়ে দিচ্ছে বিপন্নতা, অনবধানেও? 
তোমাকে  ঘিরে ক্রমশ যে অলঙ্ঘনীয় পাহাড় 
গড়তে চেয়েছ , বিক্ষুব্ধ ঢেউয়ের আঘাতে
ক্ষয়ে যাচ্ছে নিরীহ মধুমতি কূল ?
আমি জানি, তোমার যুদ্ধ শ্বাপদ যাত্রা,
তোমার অসূর্য্যস্পর্শী ম্যাজিক এবং কসরত।
বিদ্রোহী লাভা ভ্রান্ত অরন্য ভাসিয়ে
নিতে চাইলে প্রবল আক্রোশে-
প্রতিরক্ষা কি চৌকষতম অগ্নিযোদ্ধা থেকে 
কোন অংশে কম ভয়াবহ?
প্রবল সুনামিও কী প্রবল দক্ষতায়
গিলে ফেলে মৃদু জ্যোৎস্নার ঢেউ উপহার
দাও তুমি, আমি জানি।
আমি জানি, ক্রমাগত নিজের মধ্যে নিজেকে 
লুকিয়ে ফেলে অদৃশ্য অবয়ব নিয়ে হেঁটে যাচ্ছ একা
অথচ আমরা ভেবেছি সমবেত নৃত্য ।
কখনও কি তোমার নিজেকে মেলে দিতে
ইচ্ছে করেছে চড়া রোদে-
নিপুন তাঁতে বোনা শেষ জামদানীটির মত?
অথবা মৌসুম এলে আবাদী জমিতে বুনে দেবে বলে 
যত্নে রাখা বিস্ফোরক বীজের মত? 
কখনও কি কুরুক্ষেত্রের ক্লান্তিতে  
ডেকে নিতে ইচ্ছে করেছে
সহযোদ্ধা কোন পরাক্রমশালী সারথীকে?
== ============
ছবি:  ইন্টারনেট হতে সংগৃহীত
 
১৯ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:২০
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
২| 
২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৪:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির ছোঁয়া কবি আপু
 
১৯ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:২০
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
৩| 
২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৪:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: কান্নায় লাভ নেই
কান্নায় হবেনা কখনো পদ্মা মেঘনা 
দিনের আলোয় শুকিয়ে যাবে সে 
হবেনাতো এক নদী যমুনা।
 
১৯ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:২১
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।ঠিক , কান্নায় কোন লাভ নেই।
৪| 
২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৪:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে আপু
শুভকামনা
 
১৯ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:২৫
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।অনেকানেক ধন্যবাদ।
৫| 
২৯ শে মার্চ, ২০২২  সন্ধ্যা  ৭:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন কাব্য ছিল।
 
১৯ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:২৬
সেজুতি_শিপু বলেছেন: সত্যি! ধন্যবাদ।
৬| 
৩০ শে মার্চ, ২০২২  ভোর ৫:১৪
নেওয়াজ আলি বলেছেন: ভীষণ সুন্দর লিখেছেন প্রিয়
 
১৯ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:২৬
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
৭| 
৩০ শে মার্চ, ২০২২  বিকাল ৩:৩৭
শামছুল ইসলাম বলেছেন: আবেগমথিত কাব্য। সুন্দর।
 
১৯ শে এপ্রিল, ২০২২  দুপুর ১২:২৬
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।