নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

তোমার জীবনের লক্ষ্য কী?

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৬



আমার জীবনের একটি লক্ষ্য ছিল
যা পূরণ করতে আমি ব্যর্থ হয়েছি।

আমি আসলে কৃষক হতে চেয়েছিলাম ,
নিপুন কৃষক,
আবাদ করতে চেয়েছিলাম -
বিস্তৃত বিরান ভূমি । সিঞ্চন বঞ্চিত
শক্ত পাথরের মত মাটির বুনট
সচেতন ফলার তীব্র আঘাতে
আলগা করে দিতে চেয়েছিলাম
এমনভাবে - যেন, কনায় কনায়
ঢুকে পড়ে অভিকাঙ্খী হাওয়া -
ফসলের স্বপ্ন সাথে করে এবং
আলো , সূর্যের সহস্রবর্ণ আলো -
দূরের সরোবর থেকে কলসী ভরে
তুলে এনে জল, ঢেলে দেব চৌচির মাটিতে-
মাটির তৃষ্ণা আমূল মিটাতে
বিনিদ্র প্রার্থনায় বসে যাব -
নেমে আসবে গর্ভবতী মেঘ,
গতিমুখ পাল্টে ছুটে আসবে নদী -
প্লাবন নামিয়ে দেব পাথরের বুকে ।

বুনে দেব সৃজনোন্মুখ বীজ ,
কাঙ্খিত ফসলের -
এরপর গান গেয়ে , চোখ পেতে
কেটে যাবে অপেক্ষার বেলা।
দেখব একে একে, নিপুন অংকুরদ্গম ,
ছোট্ট চারাগাছ, পুষ্ট কান্ড, শস্যভারে অবনত
দিগন্ত ছাওয়া অপরূপ সমারোহ,
প্রয়োজনমত নিড়ানিও দিয়ে দেব-
অনবধানে বাড়ন্ত আগাছার সমূল উৎপাটন ।
অভিশাপের তীব্র কীটনাশক ঢেলে দেব
বাতাসের উন্মুক্ত ভেলায় ।
বুকের একপাশ থেকে কেটে নেওয়া
হাড়ে জৈব সার বানিয়ে ছড়িয়ে দেব মাঠে,

অথচ, আশ্চর্য দেখ,
আজ আমি মাটি পোড়া ইট দিয়ে
নির্মাণ করি বিভেদের সুরম্য দেয়াল।

—————-///——-

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছৈ আপু

২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫১

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে আপুনি।

২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫১

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

৩| ০২ রা মে, ২০২২ বিকাল ৩:২৪

অক্পটে বলেছেন: দারুণ! সুখপাঠ্য।

"অথচ, আশ্চর্য দেখ,
আজ আমি মাটি পোড়া ইট দিয়ে
নির্মাণ করি বিভেদের সুরম্য দেয়াল।"

উপসংহার অনবদ্য!

০৮ ই মে, ২০২২ বিকাল ৩:৩৫

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.