নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

মেধাবী সময়

২২ শে এপ্রিল, ২০২২ রাত ৯:১৯



অন্তর্নিহিত শূন্যতার গভীরে
সাঁতার কাটি,
কখনও প্রবল শৈত্যপ্রবাহে স্থবির, মৃতপ্রায়,
কখনও পুড়ছি চকবাজারের মত
অবিবেচক আগুনে ।
চলি -ফিরি যেন কক্ষচ্যুত কণামাত্র-
অনবধানে নিক্ষিপ্ত হয়েছি অতল গহ্বরে -
ডুবে যাচ্ছি- ডুবে যাচ্ছি , তবু
আলোকবর্ষ পার হয়ে
অতলস্পর্শী হওয়াও
হবে না কোনকালে ।

অথচ দেখ, অনেকেই
ঝকঝকে চকমকে মেধার ছুরিতে
কেটে ফেলছে কতকিছু!
ভেল্কিবাজীর মত
পাঁচশ বছরের পুরনো বারান্দা
মুহূর্তে হয়ে যাচ্ছে সাতশো কবুতর খাঁচা।
গল্পাতীত এক ব্রহ্মান্ডও নির্মাতাসহ
বেচে দিচ্ছে সস্তার মোড়ে
নিতান্তই যেন গুঁড়ো চিংড়ির ভাগ!
ঊন আটশো কোটি মানুষের
অন্তিম স্বপ্নরাশি ঠিকানা হারিয়ে
দিকভ্রান্ত রেণু হয়ে উড়ছে বাতাসে,
ওদিকে হা করে আছে
মেধা ভারাক্রান্ত পরাগায়ন কলসী -
গিলে ফেলবে অক্লেশে সব।
————//———

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১০:০১

অধীতি বলেছেন: কি এক দুঃসময়ে বেঁচে আছি।

২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:১২

সেজুতি_শিপু বলেছেন: সুসময় দুঃসময় নিয়েই জীবন। ধন্যবাদ।

২| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই দুঃখজনক হলেও সুন্দর কাব্যিক অভিব্যক্তিতে বর্তমান সময়ের এক জ্বলন্ত সমস্যা তুলে ধরেছেন।

অন্তর্নিহিত শব্দটা একবার দেখে নেওয়ার অনুরোধ রইলো।

২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:২২

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ঠিক করে দিলাম। কৃতজ্ঞতা ।

৩| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:২৩

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কৃতার্থ হলাম।

৪| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪১

সাগর কলা বলেছেন: - আমার জন্যে খুব কঠিন হয়ে গেছে আপু।

২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:২৫

সেজুতি_শিপু বলেছেন: তাই? কেন? আবার একটু পড়ে, একটু চেষ্টা করলে কেমন হ্য়?
ধন্যবাদ। শুভকামনা।

৫| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৪১

রেজাউল৯৭ বলেছেন: অসাধারণ হয়েছে।

২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:২৭

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম। শুভকামনা।

৬| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:০৮

শায়মা বলেছেন: সবই বদলে যায় আপুনি।

না বদলালে পৃথিবী আজও আমাজন জঙ্গল থাকতো আর মানুষেরাও পাথর ঘষে আগুন জ্বালাতো। তবুও তারাও তো সুখে ছিলো বেঁচে থাকার আনন্দে ছিলো।

দিনে দিনে প্রকৃতিকে বদলে দিচ্ছে মানুষেরাই। :(

২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৩১

সেজুতি_শিপু বলেছেন: সেই।অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৩

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম। শুভকামনা রাখবেন। ভালো থাকবেন।

৮| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৯

কালো যাদুকর বলেছেন: সত্যই মানুষের ভাগ্য
আজ উদভ্রান্ত রেনু
আজ জীবিত
কাল হয়ত মৃত ৷

পৃথুলা মানুষের তাড়নায় ক্লান্ত ৷
প্রতিষোধের আজ দারপ্রান্ত ৷
সময় মাত্র সাড়ে চার মিনিট,
চব্বিশ ঘন্টা এই বুঝি শেষ ৷

এভাবে চলতে থাকলে শ্রীঘ্রই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে।

২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৪

সেজুতি_শিপু বলেছেন: সেটাই । অনেক ধন্যবাদ।ভালো থাকুন।

৯| ২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৫

অক্পটে বলেছেন: সুবিশাল এক ভাবনার জগতকে ছোট্ট এক কৌটায় ভরে রেখেছেন মনে হল। কিভাবে পারেন বলুন ত।
মনোজগতকে প্রভাবিত করার মতো কবিতা।

২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০১

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
আসলে অনেক ভাবনা, উপলব্ধি তৈরী হয়। কিছুটা বুঝি বলেই হ্য়তো। তবে ঠিক ঠাক প্রকাশ করতে পারি না। যেভাবে চাই। সেজন্য হতাশ হয়ে লিখিও কম। এখানে আপনাদের উত্সাহে আবার লিখি। লিখতে লিখতে আশা করি, একদিন কিছুটা লিখতে পারব।
ধন্যবাদ অনুপ্রাণিত করবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.