![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
অন্তরীপের সীমানা পেরিয়ে -হেঁটে চলে গেলে তুমি।
আমি তো ভেবেছি আমার দিকেই
ফিরে আসছিলে ক্রমেই।
স্থানুবৎ হয়ে দাঁড়িয়ে ছিলাম -অনাদিকালের বাঁকে।
অপেক্ষা ঢেউ উত্তাল ছিল-টেরই পাইনি
ফিরে গেলে কোন ফাঁকে ।
পিছেও ডাকিনি আকুলতা নিয়ে-ডেকেই বা কি হত?
শব্দরাশির ক্ষমতা কি আছে মুছে দিতে
পারে অজ্ঞাত যত ক্ষত?
===॥॥===
৩১ শে মার্চ, ২০২৫ রাত ১০:১৪
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা জানবেন। ঈদ মোবারক।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৩ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫০
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০২৫ রাত ৮:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার কবিতা, তবে বিষাদে মনটা ছেয়ে গেল।
ঈদ মোবারক।