![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
আকাশের মুখ গভীর কোন বেদনার ভারে
নত হতে হতে ছুঁয়ে দিতে চাইছে মাটি।
সে কি ভাবছে মাটিতে কোন উপশম আছে?
আছে কি? মানুষের রাজ্যে
কোথাও কি উপশমের প্রলেপ জমে?
মাটিও ভারাক্রান্ত হলে কার কাছে
যেতে চায় এক রত্তি নিরাময় প্রত্যাশায়?
টিপ টিপ বৃষ্টি ঝরছে।
আমাদের বেঁচে থাকার মত তীব্রতাহীন।
একঘেয়ে, ম্লান, ক্লান্তিকর।
এমন একটি দিনের গভীরেও লুকিয়ে
থাকতে পারে ঝলমলে সম্ভাবনার রংধনু !
জীবনে সম্ভাবনার স্বপ্ন কিছুতেই পিছু ছাড়ে না-
সামনেই সুন্দর সময় অপেক্ষায় দাঁড়িয়ে আছে-
দাঁড়িয়ে থাকুক- আমরা তো তাকে লক্ষ্য করেই চলি-
কোন এক অনির্বচনীয় মুহূর্তে
হয়তো হাত বাড়িয়ে টেনে নেবে আশ্রয়ে।
অপেক্ষায় থাকো , অরূপ আলো,
মেলে রাখো উদগ্রীব চোখ।
তোমায় ছুঁয়ে দেবে বলে
অগুনতি মানুষ অন্ধকারে পথ হাতড়াচ্ছে।
——-।।।———
২| ০২ রা জুন, ২০২৫ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০২৫ দুপুর ২:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুখপাঠ্য হয়েছে।