![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
তুমি তখন কি কর?
আমি তখন চোখ রাখি বাতাসের স্রোতে,
শূন্যে ঝরে যাওয়া পাতায়,
গ্রীলের প্রান্তে ক্রম পুন্জিভূত শিশির কণা
পূর্ণ হীরক বিন্দু নির্মান শেষে
টুপ করে ঝরে পড়ে- দেখি।
আমি তখন পাখিদের ওড়া উড়ি দেখি
ঠিক কতক্ষন ডানা ঝাপটানোর কসরত শেষে
কতক্ষন অনায়াস ভেসে যাওয়া যায়।
আমি তখন মাকড়সার শিল্পরচনা দেখি
সূক্ষ্ম স্বরচিত জালে
কীভাবে সীমিত করে নিজের পৃথিবী।
আকাশ দেখি - অসীম নীল শূন্যতায় কেউ
জলভরা মেঘ নিয়ে
তৃষ্ণায় ফেটে যাওয়া জমিন
লক্ষ্য করে ছুটে চলে l
আমি তখন -
প্রবল অক্ষমতাকে মুছে ফেলতে
ফুল ফোটানোয় মগ্ন হতে চেষ্টা করি,
আমি আগুন এবং অশ্রু গিলে চলি অনবরত-
ছুড়ে ফেলি মগজের বোঝা।
বিপন্ন বোধ জুড়ে তীব্রতম ফলা-
জগতের যাবতীয় নির্মমতা ও অসুন্দরের
নির্মাতা কি কেবল মানুষ?
০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:২৫
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:২৫
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৫:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা হয়েছে আপু
আমার লেখাও পড়ো কিন্তু
০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:২৭
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ। পড়ি তো। ব্লগে আসার সময় পাই কম।
৪| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:২৭
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ১৪ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৪২
সুনীল সমুদ্র বলেছেন: "আমি তখন-
প্রবল অক্ষমতাকে মুছে ফেলতে
ফুল ফোটানোয় মগ্ন হতে চেষ্টা করি,
আমি আগুন এবং অশ্রু গিলে চলি অনবরত
ছুঁড়ে ফেলি মগজের বোঝা"
-- অনেক সুন্দর কবিতা । অনেক অনেক শুভকামনা রইলো সেজুতি শিপু ।
২৯ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৪
সেজুতি_শিপু বলেছেন: অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।
বহুদিন পর সুনীল সমুদ্র ব্লগে এলেন,আমার কবিতা পড়লেন, মন্তব্যে অণুপ্রানিত করলেন..। শ্রদ্ধা ও শুভকামনা রইলো ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:০৮
অরণি বলেছেন: সুন্দর কবিতা।