নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

আত্মপরিচয়

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৩


আমি কোন ফলবান মহীরূহ নই ।
গভীর অন্ধকার—তপ্ত মাটির গহ্বর ছিঁড়ে খুঁড়ে
আলোর উদ্দেশ্যে ক্রমাগত বেড়ে যাওয়া
আমার অনিবার্য যাত্রা নয়।
শক্ত শিকড়ের উত্তরাধিকারী গর্বে
আকাশের দিগন্তে আমি ছড়াই না
আমার অনাগত ভবিষ্যতের স্বপ্ন ফুলে-ফলে।

আমার বাকলের ভাঁজে ভাঁজে স্মৃতি চিহ্নে
জমা করে রাখিনা শতাব্দীর ইতিহাস
আমি আদতে শিকড় চিনিনি কোনদিন
এমনকি তার প্রয়োজনীতাও বাহুল্য ।

আমি মূলত একগুচ্ছ কচুরিপানা কিংবা শৈবাল
প্রবাহিত স্রোতে সমূল ভেসে চলি
অথবা নিস্তরঙ্গ কোন জলাশয়ের নিবিড়তায়
আমার জীবন প্রবাহ নির্মাণ ও ধ্বংস হয়,
আমি দুলি, দুলে দুলে চলি, উদ্দেশ্যহীন ভাসানে।

আমার আদি ও অস্ত এতটাই হ্রস্ব ও দৃশ্যমান
যে অনুসন্ধান অনাবশ্যক।
আমার কোন অতীত নেই,
আমার কোন ভবিষ্যৎ নেই
আমার কেবল একরত্তি ঘটমান বর্তমান আছে
এবং এই ঘটমানতা এতটাই বিভ্রমময়
যে কখনও কখনও চোখ মেলে তাকাতেও
প্রবলতম অনীহা আমাকে জাপটে ধরে রাখে ।

॥॥____॥॥॥____॥॥

“© 2025 S. All rights reserved.”

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাঠে মুগ্ধ হলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫১

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে আপ্লুত হলাম।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: একজন মানসম্পন্ন কবি হওয়ার অনিবার্য গুণ রয়েছে আপনার মাঝে। খুব করে চাই আপনি আপনার এই গুণকে উৎকর্ষের চূড়ায় নিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.