![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
আমি কোন ফলবান মহীরূহ নই ।
গভীর অন্ধকার—তপ্ত মাটির গহ্বর ছিঁড়ে খুঁড়ে
আলোর উদ্দেশ্যে ক্রমাগত বেড়ে যাওয়া
আমার অনিবার্য যাত্রা নয়।
শক্ত শিকড়ের উত্তরাধিকারী গর্বে
আকাশের দিগন্তে আমি ছড়াই না
আমার অনাগত ভবিষ্যতের স্বপ্ন ফুলে-ফলে।
আমার বাকলের ভাঁজে ভাঁজে স্মৃতি চিহ্নে
জমা করে রাখিনা শতাব্দীর ইতিহাস
আমি আদতে শিকড় চিনিনি কোনদিন
এমনকি তার প্রয়োজনীতাও বাহুল্য ।
আমি মূলত একগুচ্ছ কচুরিপানা কিংবা শৈবাল
প্রবাহিত স্রোতে সমূল ভেসে চলি
অথবা নিস্তরঙ্গ কোন জলাশয়ের নিবিড়তায়
আমার জীবন প্রবাহ নির্মাণ ও ধ্বংস হয়,
আমি দুলি, দুলে দুলে চলি, উদ্দেশ্যহীন ভাসানে।
আমার আদি ও অস্ত এতটাই হ্রস্ব ও দৃশ্যমান
যে অনুসন্ধান অনাবশ্যক।
আমার কোন অতীত নেই,
আমার কোন ভবিষ্যৎ নেই
আমার কেবল একরত্তি ঘটমান বর্তমান আছে
এবং এই ঘটমানতা এতটাই বিভ্রমময়
যে কখনও কখনও চোখ মেলে তাকাতেও
প্রবলতম অনীহা আমাকে জাপটে ধরে রাখে ।
॥॥____॥॥॥____॥॥
“© 2025 S. All rights reserved.”
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫১
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে আপ্লুত হলাম।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: একজন মানসম্পন্ন কবি হওয়ার অনিবার্য গুণ রয়েছে আপনার মাঝে। খুব করে চাই আপনি আপনার এই গুণকে উৎকর্ষের চূড়ায় নিয়ে যান।
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪২
সেজুতি_শিপু বলেছেন: অসাধারন অনুপ্রেরনাদায়ক মন্তব্য। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি নিয়মিত লিখি না, অনেক সময় লিখি , সংরক্ষণ করি না, এরকম অনেক উপসর্গ আছে। আপনার মন্তব্যে উদীপ্ত হলাম। শুভকামনা ও শ্রদ্ধা জানবেন।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪২
সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৩
সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইল।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার ব্লগে এলাম।
এটি আপনার নতুন পোস্ট, গতকাল দেখেছিলাম, কিন্তু মন্তব্য করা হয়নি।
অনেক ভালো লেগেছে কবিতাটি। ভাবছি আপনি যখন কবিতা লেখেন তখন নিজেকে কোন স্তরে কেন ভাবে রাখেন।
দারুন।
আত্মপরিচয়ের একটি ছান্দসিক ও অনিবার্য ভাবার্থ পেলাম আমার আবেগ, উপলব্ধি ও চিন্তাকে প্রভাবিত করেছে।
শুভকামনা রইল।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
সেজুতি_শিপু বলেছেন: কত দিন পরে এলেন--- একটু বসুন..। দারুন মন্তব্য করেছেন। অভিভূত হলাম। আমি সিরিয়াস লেখক নই। তবে সিরিয়াস দর্শক, পাঠক ও ভাবুক বলতে পারেন। আমি দেখি, উপলব্ধি করি, বুঝতে চেষ্টা করি- সময়, বাস্তবতা, মানুষ, জীবন । মাঝে মাঝে লিখি। অনেক কিছু মনে হয়, লিখতে ইচ্ছেও করে-লেখা হয় না। সাহস কম। সেরকম কোন উচ্চাকাংখা বা চাওয়া নেই, তাই লেখার তাড়না নেই।
'আমার আবেগ, উপলব্ধি ও চিন্তাকে প্রভাবিত করেছে' জেনে আপ্লুত হলাম।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩
সেজুতি_শিপু বলেছেন: স্বাগত:। দারুন ব্যপার। আপনার প্রতিটি মন্তব্য আমি গুরুত্বপূর্ণ মনে করি। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাঠে মুগ্ধ হলাম।