![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
বিচ্ছিন্ন সমুদ্রের উত্তুঙ্গ ঢেউয়ে
আমি ভেসে যাচ্ছিলাম ক্রমাগত দূরে
দ্বিপ্রহরের জ্বলন্ত বালুকাবেলা চিনিনি আমি,
যেমন চিনিনি উন্মাতাল হাওয়ায় ভেসে যাওয়া
মৃত স্বপ্নের উদগ্রীব লাল নীল রং ।
এদিকে মদিরতম আলোর বৃত্তে
যারা পরস্পরকে আশ্লেষে জড়িয়ে
তুমুল জীবন যাপন করে গেছে
যেন কোনদিন ক্লান্তি এসে দাঁড়াবে না দরজায়,
সহাস্যে জমিয়ে তুলেছে স্বল্পায়ু গল্পকথার আসর
তাদেরকেও জানিনি আমি কোনোদিন ।
আমাকে অলৌকিক ইশারায় ডেকেছিল
দূরতম পাথারে ভেসে যাওয়া নাবিকের ক্ষীন আলো,
গভীর বিলুপ্তির একাকী অন্ধকারে জোনাকির মত
ক্ষণ রহস্যময়তায়, জানিয়েছে , আরও অনন্তকাল
আমাকে অগ্রসর হতে হবে সমুদয় সম্পর্কের
তন্তুজাল কেটে অমোঘ শুকতারা সম্মুখে রেখে
আত্মউন্মোচনের একাগ্র যাত্রায় বধ্যভূমির দিকে ।
——॥॥———-
©somewhere in net ltd.