নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান শুভ

আমি নাস্তিক নই,আমি গল্পকার ব্লগার,studing Computer Science and Engineering at Independent University, Bangladesh (IUB)

খান শুভ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু রাষ্ট্রের এ কি আচরণ !

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬


নেটে বাংলাদেশের সাথে ভারতের সীমানা জানার জন্য সার্চ দিয়েছিলাম,জানলাম ৪১৬৫কিমি।তখনি নিউএজের একটা রিপোর্ট চোখে পড়ল,১ জানুয়ারি ২০০০ হতে ৩১ মে ২০১৫ পর্যন্ত ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)কর্তৃক নিহত বাংলাদেশীর সংখ্যা ১০৫৫,আহতের সংখ্যা ৯৪৮ এছাড়া এই ১৫ বছরে ১৫টি ধর্ষণের ঘটনাও তাঁরা ঘটিয়েছেন।ব্যাপারটা এমন না যে,নিহতদের সবাই অবৈধ উপায়ে সীমানা অতিক্রম করছিল।বেশীরভাগ নিহতই হয় সীমান্তবর্তী নিজেদের ক্ষেতে কাজ করছিলেন অথবা কাছ দিয়ে নিজেদের কাজে যাচ্ছিলেন।এভাবে একটা স্বাধীন দেশের নাগরিকদের হত্যা এবং হত্যাকারী দেশের সাথে ঐ নির্যাতিত দেশের সুসম্পর্ক বজায় রাখার ঘটনা সম্ভবত পৃথিবীর ইতিহাসে আর একটিও নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: খারাপ খবর।

২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬

বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামল‍াতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।



জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তার‍া রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !


খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর


এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।

শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.