![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি ধ্বংসে উদ্যোগী ভারত। ইতিমধ্যেই সেখানকার জঙ্গিঘাঁটিগুলি সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, আজ রাতেই পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিতে আক্রমণের নামবে পারে ভারত বলে জল্পনা উস্কে দিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ পি কে সায়গল।
গতকালই কোজিকোডে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখার আগে সামরিক বাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে হাজির ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভল। উরি হামলার পর এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরপরই কোজিকোডের সভায় রীতিমতো রংণদেহী মূর্তি ধারণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদ রফতানিকারী রাষ্ট্র বলে দাবি করেন। সেই সঙ্গে তাদের বিশ্বের দরবারে একঘরে করে দেওয়ারও হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী।
এদিকে, সিন্ধ, পাখতুনখাঁ, গিলগিট সহ একাধিক স্থান মিলিয়ে পাকিস্তানের মাটিতে ইতিমধ্যেই ১৬২টি জঙ্গিঘাঁটি চিহ্নিত করেছে ভারত। এই পরিস্থিতিতে কি তাহলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত অনুযায়ী আজ রাতই হামলা চালাতে পারে ভারত? সেদিকেই এখন চোখ বিশ্বের।
প্রসঙ্গত, গত রবিবার কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলায় প্রায় হারিয়েছেন ১৮ জন জওয়ান। আর এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হতে শুরু করেছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
সেলিম৮৩ বলেছেন: ঠিক তাই। এই যুদ্ধের ভয়াবহতা অামাদের অনুমানের বেশি হতে পারে। কামনা করি যেন তারা যুদ্ধের পথ পরিহার করে অন্য উপায় খুঁজেন।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
নতুন বলেছেন: পত্রিকার বিক্রি বাড়ানোর জন্য এই রকমের খবর প্রচার করে থাকে।
এই জামানায় কোন দেশই আর সরাসরি যুদ্ধে যাবেনা। আর ভারত কখনোই এই ভাবে পাকিস্তান আক্রমন করবেনা।
এখন যদ্ধ হবে টাকা দিয়ে অস্র দিয়ে না।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
সেলিম৮৩ বলেছেন: হতে পারে। ভারত যদি জঙ্গি দমনে পাকিস্তানের অভ্যান্তরে অামেরিকান স্টাইলে( যেমন-অাফগান এবং পাকিস্তান সীমান্তে ড্রোন হামলা হয়) শুরু করে তবে পাকিস্তানের কি ভুমিকা থাকবে সেটাই দেখার বিষয়। অার অাপনি ঠিকই বলেছেন, ভারত মনে হয়না সরাসরি কোন যুদ্ধে জড়িয়ে পড়বে।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
নতুন বলেছেন: ভারতের মাথা এতো খারাপ হয় নাই। যতটা আমাদের দেশের জনগনের হইছে এই ব্যাপারে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
সেলিম৮৩ বলেছেন: কথা একেবারে মন্দ নহে।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
আহলান বলেছেন: ব্জ্র আটুনি ফস্কা গেরো!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
সেলিম৮৩ বলেছেন: এতটা খাটো করে ভাববেন না।
শুরু হলে বুঝবেন কত ধানে কত চাল।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭
অেসন বলেছেন: "নতুন বলেছেন: ভারতের মাথা এতো খারাপ হয় নাই। যতটা আমাদের দেশের জনগনের হইছে এই ব্যাপারে।"- একমত।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮
সেলিম৮৩ বলেছেন: মাথা খারাপ হোক বা না হোক যুদ্ধ থেকে ভারত এড়িয়ে যাবার সম্ভাবনা সবচেয়ে বেশি।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
গেম চেঞ্জার বলেছেন: পাক-ভারত উত্তেজনা নিয়া ছাপাবলিকের উৎসাহ কমে যাচ্ছিল! পেপার সেইটা বাঁচাইতে চায়!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪
সেলিম৮৩ বলেছেন: হুম.......তাইতো
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
জংগি হামলায় যদি ১৮ জন সেনা মরে, ভারতকে সেনাদের সঠিক ট্রেনিং দেয়াই প্রয়োজন; ম্যাও প্যাও ট্রেনিং দিলে সেনারা মাছির মতই মরবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
সেলিম৮৩ বলেছেন: একদম সহিই কথা। এদের অস্ত্রপাতি মনে হয় জং ধরেছে।
সব পুরানো মাল।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যুদ্ধ শুরু হয়ই যদি তা সারা বিশ্বকেই নাড়িয়ে দেবে!
দেখা যাক! কি হয়!?