নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মায়াবতী-শেষ

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫



পাথর হয়ে গেলাম।অনুভূতিশূন্য আমি।মনে হচ্ছিল চিৎকার দিয়ে কাঁদি।মায়াবতী বিবাহিতা।একবছর হলো তার বিয়ে হয়েছে।আমার চিন্তাচেতনার সবটা জুড়ে মায়াবতী।তার বিহণে আমার রিক্ত নিঃস জীবন।নিজেকে ভিখেরী মনে হচ্ছে।মায়াবতী আর আমার মিলন অসম্ভব।নিজেকে খুব হতভাগ্য মনে হচ্ছে।ঘরে মন টিকছে না।রাস্তায় বেড়িয়ে পরলাম।রাত গভীর হচ্ছে।তারপরও মানুষের ভীড়।এত মানুষ এত কোলাহল।অথচ আমি একা।হাটছি হাটছি।প্রচন্ড জোড়ে হাটছি।হটাৎ লোড শেডিং।রাতের আঁধার আরও আঁধার হলো।সামনে বিশাল ফাঁকা মাঠ।সবুজ ঘাস গুলো রাতের আঁধারে কত কালো।মাঠে চিৎ হয়ে শুয়ে পরলাম।আকাশ কত বিশাল।অসংখ্য তারা অমাবস্যার আঁকাশে।মিটি মিটি জলছে।একটি তারা খসা খসে পড়লো।আমার জীবনটা ঐ অমাবস্যার আকাশের চেয়েও অন্ধকার।মনে হচ্ছে যদি মাটিতে মিশে যেতাম সবটুকু অনুভূতি সহ ।মায়াবতী

আমার ঈশ্বর জানে

আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য

আমার মাথার চুল পেকেছে তোমার জন্য

আমার মৃত্যুর অনেকদিন পর তুমি জানবে

আমি জন্মেছিলাম তোমার জন্য শুধু তোমার জন্য

রাত গভীর হচ্ছে ।আমি নিস্তেজ হয়ে য়াচ্ছি।হঠাৎ চোখ খোলে দেখি সকালের সূর্য।তীব্রতা নিয়ে আলো ছড়াচ্ছে।যে প্রেমে পরেছে সে নিঃশেষ হয়ে গেছে।

----------------------------------------------------------------

গল্পের শেষটা এভাবেই টানতে চাচ্ছি

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

নিয়েল ( হিমু ) বলেছেন: প্রথম প্লাস এবং অনেক গুলো ভাল লাগা ।
আর জীবন কে কখনৈ অন্ধকার ভাববেন না ।
:)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: vi oita tu uponnash

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অপসসসসস- আমি আরও ভাবছিলাম এই পর্বে মায়াবতীর সাথে আপনার প্রেম হৈয়া যাইবো :)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আমার না গল্পের নায়িকার হতে ও পারে।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এখানেই শেষ করে ফেললেন? আমিতো ভাবছিলাম আরো টানবেন। :(

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯

সেলিম আনোয়ার বলেছেন: এটা কিন্তু শেষে র কাছাকাছি ।শুরু আর শেষ আগে লিখে নিলাম।এইবার মজা করে মাঝখানের অংশ লিখবো।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: যে প্রেমে পরেছে সে নিঃশেষ হয়ে গেছে।



সহমত :(



এর লাইগাই প্রেম ট্রেম নিয়া মাথা ঘামাই নাই ;) গার্লফ্রেন্ড চইলা গেলে দু:খ পাওয়ার বদলে খুশি হইছি :)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কি বলবো? আমার এক সহপাঠি বলতেন মেয়ে আর বাস নাকি একই রকম।একটা মিস হওয়ার সঙ্গে আরেকটার খুজে যেতে হয়। ব্যাপরাটাতো উপন্যাসে লিখতে পারি না।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
যে প্রেমে পরেছে সে নিঃশেষ হয়ে গেছে। +++++++++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: :D

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

কালোপরী বলেছেন: হয়ত সত্যি হয়ত মিথ্যা

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: daroon comment

৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

রোকেয়া ইসলাম বলেছেন: আমার মৃত্যুর অনেকদিন পর তুমি জানবে
আমি জন্মেছিলাম তোমার জন্য শুধু তোমার জন্য.............................................।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.