নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণকমল প্রেমে

২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬





স্বর্ণকমল!

তোমাকে নিয়ে প্রেম কাব্য রচনায় আমি অধীর

আমি উন্মুখ! তোমার উষ্ণ আলিঙ্গণ কামনায়

আর তুমি এখন মেতেছ যুদ্ধ খেলায়;

প্রতিবাদে ,বিপ্লবে; চিরন্তনী বাণী হয়ে রণাঙ্গনে

জানি মোহ কেটে যায়; ভালবাসা ফুরায় না

জীবনটা অনেক ছোট মাপা যায় না;

মোমবাতির মতন নিমিষেই উবে যায়;

কর্পূরের মতন উদ্বায়ী

অদৃশ্যেই সব শেষ

তোমার প্রেমে অবুঝ এ মন তোমার আশংকায়।

কি পাবে তুমি নাকি সব হারাবে?

তোমার চঞ্চলতা সরলতা

ভয় হয় কি ভাব কেমন ভাব?

তুমিই জান!

আমি তোমাকে রাঙিয়ে দিব প্রেমের রঙে

অদ্ভুত এক অনূভূতি দিব নির্বাক ভাললাগা দিব

শুধু তোমার চাওয়া গুলো নিব;

বিস্ময়ে তুমি আভিভূত হবে

সময়গুলো শঙ্খচিলের ডানায় ভর করে শূন্যে মিলাবে

তোমায় আমায় মিলে নতুন ভূবন হবে

সেখানে সুখ হবে শান্তি হবে;

নির্ভেজাল আনন্দে নতুন কিছু সৃষ্টির নেশায় তুমি আমি আমি তুমি

যেখানে বিস্তীর্ণ সবুজ ঘাস, ঘাস ফুল, ঘাস ফড়িঙের দল

অশত্থ বন ,কাশফুল, সাদা মেঘের ভেলা

সেখানে কালো ভ্রমর আমি তুমি পুষ্পমালা।

ঘাস ফড়িং ঘাসফুলে

ঘুঘু হিজলের বনে;

পৃথিবীর প্রেমগুলো

তোমার আমার মনে।

তোমার কাজল চোখ অতল গহীণ

স্বর্ণকমল আমি তোমাতে বিলীন;

শুধু তোমার প্রতীক্ষায়

দিনকে আমি রাত করি রাতকে করি দিন ।



মন্তব্য ৪৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

অনীনদিতা বলেছেন: হুম সবাই শুধু প্রতীক্ষাই করে :(
খুব সুন্দর প্রতীক্ষা।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার প্রতিক্ষা কিন্তু কষ্টের..শুভকামনা থাকলো

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:০০

স্বপনবাজ বলেছেন: ++

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ..ভালো থাকবেন..স্বপনবাজ স্বপ্ন দেখান।

৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫

আরজু পনি বলেছেন:

ছবিটা দেখে চোখ জুরিয়ে যাচ্ছে!

কবিতা কি বলবো!!!

ভালো লাগলো তো :D

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: এটা হাকালুকি হাওড়ে তোলা.....সুপ্রিয় ব্লগার ওখানে গেলে মাথার চটিবাটি আওট.এই শব্দটা নতুন শিখেছি..জায়গাটা অনেকসুন্দর তাই না?

৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন:

এই ছবি আপনি নিজে তুলেছেন!!!!?? :(( :(( :

এতো সুন্দর জায়গা!!!! অসাধারণ! :(( :((

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: বিশ্বাস হয়না?
এটা জুড়ি নদীর এটা গাঙ এর পাশে তোলা ওখানে যা দেখলাম.....সে ভাষায় প্রকাশ করা যাবে না..হাজার হাজার পাখি পানিতে শাপলা পাতার মতন কিন্তু বিরাট সাইজ পাতা আর মাঠে অনেক মহীষ সবুজ ধানক্ষেত তো আছেই,,,,,সব কিছু দেখলে আর আসতে মন চাইবে না কারো।

৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর!
ভাললাগা নিবেন কবি। :)

+++++

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: স্নিগ্ধ শোভন কবিতাপাঠে ধন্যবাদ...

নিরন্তর শুভকামনা থাকলো

৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লাগলো!+++++

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ..অনেক ভালো লাগার অনেক গুলো কারণ বলা লাগবে...
নিরন্তর শুভকামনা

৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২০

একজন আরমান বলেছেন:
শুধু তোমার প্রতীক্ষায়
দিনকে আমি রাত করি রাতকে করি দিন ।


প্রতীক্ষা ! /:) /:) /:)

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: প্রতীক্ষা খুব কষ্টের! বিশ্বাস হয় না?

৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



+++++++++++++++++++++++++++

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: এত্ত গুলা প্লাস.......!! নিরন্তর শুভকামনা থাকলো কান্ডারী।

৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬

রহস্যময়ী কন্যা বলেছেন: ভালোলাগা এবং প্লাস......

২২ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: রহস্যময়ী কন্যা বলেছেন: ভালোলাগা এবং প্লাস..

ধন্যবাদ শুভকামনা,,,ভালো থাকবেন সবসময়...

১০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮

মাক্স বলেছেন: মাঝে মাঝে কোন গল্প বা কবিতা পড়লে আমার ইচ্ছা করে মাল্টিনিক খুলতে যাতে আরও প্লাস দিতে পারি। ঠিক এরকম একটা লিখা লিখসেন।
ভালো লাগলো!

২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার মাক্স..দারুন খুশি হলাম আপনার কমেন্টে..ভালো থাকুন নিরন্তর

১১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৩১

ভুল উচ্ছাস বলেছেন: এক কবিতায় এতো কিছু? দারুন লিখেছেন। প্লাস দিলাম সেলিম সাহেব। ক্যারি অন। :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ভূল উচ্ছাস..যুদ্ধ নয় শান্তি চাই....সুখে থাকুন নিরন্তর।

১২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৫০

বনলতা মুনিয়া বলেছেন: শুধু তোমার প্রতীক্ষায়
দিনকে আমি রাত করি রাতকে করি দিন


ভালো লাগলো :) :)

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মুনিয়া
শুভকামনা থাকলো নিরন্তর।

১৩| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫২

একজন আরমান বলেছেন:
বিশ্বাস হয়। খুব ভালো করেই বিশ্বাস হয়।
কারণ কারো প্রতীক্ষায় আছি !

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রতিক্ষার সফল সমাপ্তি হোক.......নিরন্তর ভালো থাকুন।

১৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫

রোকেয়া ইসলাম বলেছেন: আমি তোমাকে রাঙিয়ে দিব প্রেমের রঙে
অদ্ভুত এক অনূভূতি দিব নির্বাক ভাললাগা দিব
শুধু তোমার চাওয়া গুলো নিব;
বিস্ময়ে তুমি আভিভূত হবে
সময়গুলো শঙ্খচিলের ডানায় ভর করে শূন্যে মিলাবে
তোমায় আমায় মিলে নতুন ভূবন হবে

অনেক সুন্দর, অনেক আবেগি কথাগুলো।
খুব ভাল লাগলো।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল....কবিতাপাঠে ধন্যবাদ
ভালো থাকবেন সবসময়।

১৫| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২২

সায়েম মুন বলেছেন: ছবি ও কবিতা দুটোতেই অনেক ভাললাগা।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি........আপনার প্রোফাইল পিকের পাখিটা এখানে আছে ..তাই আপনার বেশি ভালো লেগেছে মনে হয়......নিরন্তর শুভকামনা থাকলো।

১৬| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

ইখতামিন বলেছেন:
কবিতায় ভালো লাগা. :(

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা ।ভালো থাকবেন সবসময়।

১৭| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

তাসজিদ বলেছেন: শুধু তোমার প্রতীক্ষায়
দিনকে আমি রাত করি রাতকে করি দিন ।

:-* :-* :-* :-*

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ.......নিরন্তর শুভকামনা থাকলো।

১৮| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

এ্যাপোলো৯০ বলেছেন: স্বর্নকমল কেডা !!

এত প্রতিক্ষা কইরো না। আশা ছাইড়া দেও।


ভালো কথা আমি কবিতা বুঝি না তাই পড়িও না , ভালোও লাগে না :| :|

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: স্বর্ণকমল যার পরশে লোহা সোনা হয়ে যায়
যার জীবন মানুষের তরে অকাতরে বিলাবার চায়
জানে না সে মানুষরূপী অমানুষেরা ঘিরে আছে তাকে
অকাজে সময় নষ্ট মরীচিকার পাছে

১৯| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: চমৎকার লাগলো ।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো ।

২০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: স্বর্ণকমল আমি তোমাতে বিলীন;
শুধু তোমার প্রতীক্ষায়
দিনকে আমি রাত করি রাতকে করি দিন ।[/sb

ভালো লাগা রইল কবি ভাই।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । নিরন্তর শুভকামনা । ভালো থাকবেন সবসময় ।

২১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: এত সুন্দর হৃদয়ের কথা
যা ছিল লুকানো
ভালবাসার যে কবিতা হয়
তারে ভালবাসতেও জানো

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।শুভকামনা ।

২২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার কবিতা ।

স্বর্ণকমলকে বড় চেনা চেনা মনে হলো ;)

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি এটা তো আমার আর তার গোপন ব্যাপার আমরা আসমান সাক্ষী রেখে গোপনে প্রেম চালাচ্ছি..নিরন্তর শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.