নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি এলেই বৃষ্টি নামে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

দুইদিন ভ্যাপসা গরম

অস্বস্তিকর আবহাওয়া

তুমি আমিও তেমনটি;

কেমন যেন আকাশটার মতন গুমোট হয়ে থাকলে,

এর আগে বিনামেঘে বজ্রপাত,

ভেবেছিলাম সব থেমে গেল বুঝি

চলছেনা আর জীবন,

তুমি আমি আর নয়

থেমে যাক মিথ্যে স্বপন।



তুমি গুমোট হয়ে থাকলে,

আর আমি পালিয়ে থাকলাম,

নিরলে নিভৃতে দারুন একাকিত্বে।



তারপর মনে হলো যদি আসতে তুমি

ভ্যাপসা অস্বস্তিকর আবহাওয়া ভাল লাগছিল না

ভাল লাগছিল না তুমিহীনতা।



সেই তুমি এলে

ভ্যাপসা গরম আর থাকলো না,

বৃষ্টি এলো এক পশলা রিমঝিম বৃষ্টি

হৃদয় জুড়ে তুমি থাকলেই বৃষ্টি নামে

ধরণী শীতল হয়;

আর আমার তৃষিত হৃদয়

সতেজতা লাভ করে।



তুমি মেঘ

বজ্রপাতে বৃষ্টি দানো,

আমার মনের গহীনে

সুখ পরশিয়া যায়

তুমি সেথা ছন্দ আনো।



তাই বলি এসো ,

নীল আকাশের বুকে

সাদা মেঘের ভেলা হয়ে ভেসো।



এক পশলা বৃষ্টি হয়ে নামো

ধরণী প্রশান্ত হোক

আবর্জনা সব ভেসে যাক।



তুমি আমার হয়েই থেকো

তোমার মনের মনিকুঠুরে আমায় শুধু রেখো ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: চমৎকার!!! অনেক ভাল লাগলো!!! আসুক সে বৃষ্টি হয়ে, ধুয়ে দিক সব আবর্জনা! প্রশান্ত হোক ধরণী!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।+

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

আরজু পনি বলেছেন:
একটা গান মনে পড়ে গেল বৃষ্টি নিয়ে ...

:)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আপু কি গান? আমার তো মনে পড়ছে না কোন গান।

কমেন্টে ধন্যবাদ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

লাবনী আক্তার বলেছেন: তুমি আমার হয়েই থেকো
তোমার মনের মনিকুঠুরে আমায় শুধু রেখো


দারুন লাগল কথাটা!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:


''তুমি'' সেলিম ভাইয়ের সৃষ্টি
দেখতে কি খুব মিষ্টি ?
যেন না হয় অনাসৃষ্টি
সে আসুক হয়ে বৃষ্টি
বিনিময় হোক শুভ দৃষ্টি ।
=p~ =p~ =p~

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে অনেক ধন্যবাদ।

এত সুন্দর মিলিয়ে কমেন্ট করেছেন। কবিতার চেয়ে আপনার কমেন্ট বেশি ভাল হয়েছে।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

আম্মানসুরা বলেছেন: তুমি আমার হয়েই থেকো
তোমার মনের মনিকুঠুরে আমায় শুধু রেখো



দারুন লাগলো

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.