নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নতিমন্ত্র

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

এলোমেলো বচন

অতি দূর্বোদ্ধ তা ছন্দায়িত করা যায়না।



ঝর্ণার চলা কখনোই সহজ সরল নয়;

শিলাদলে আছড়ে পড়ে

কঠিন শিলায় অমসৃন পথে

আবদ্ধ না থেকে চলতেই থাকে।



সে চিনে নত হতে

জানেনা তটিনি কোথায়?

কোথায় সমুদ্র উত্তাল?

সে জানে ছোট হতে হবে।



ক্রমাগত নীঁচু হতে থাকে

পাহাড় পর্বত মরুভূমি

কখনো বা বিস্তীর্ণ সমভূমি

সবার কাছে;

ন্যুজ হতে হতে আর কুর্ণিশ করে

ক্লান্ত শ্রান্ত কখনো বা আশংকাগ্রস্ত

তবু ছোটে চলে।

আর কিছু জানা নাই

জানে শুধু গন্তব্য আছে নীঁচু হওয়ায়

একসময় চলার শক্তিও হারায়,

আর নীঁচু হতে পারেনা,

থেমে যায় ।

তখনই সমুদ্রের উত্তাল ঢেউ

দোলা দেয়

আর দেয় লবনাক্ত স্বাদ;

ঠিকানা খোঁজে পেয়ে যায়

পেয়ে মনে তার দারুণ আহলাদ।



এ ছিল গন্তব্য তার,

সে জানতো শুধু ক্ষুদ্র হতে হবে

নাহলে সব অযথা জৌলসে সে দিকভ্রান্ত হবে।



জীবনে ক্ষুদ্র হতে হয়

তাতে এলোমেলো ভাবনায় বিব্রত জীবন

ঠিকানা খুঁজে পায়।



হে বৃহৎ সমৃদ্র উত্তাল,

ক্রমশ ক্ষুদ্রতর হয়ে

সাগরসঙ্গমে

সৃজিব মহাকাল।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

প্রত্যাবর্তন@ বলেছেন: বাহ !!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

অদৃশ্য বলেছেন:





সেলিম ভাই


খুব ভালো লাগলো লিখাটি...

আমিও বলি... '' জীবনে ক্ষুদ্র হতে হয়
তাতে এলোমেলো ভাবনায় বিব্রত জীবন
ঠিকানা খুঁজে পায়।''

শুভকামনা...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।সুপ্রিয় ব্লগার তেমন ভাল লেখা হয়নি। শুভকামনা থাকলো ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

ডি মুন বলেছেন: বেশ ভাল :) :)
শুভকামনা রইলো

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

শাহজাহান মুনির বলেছেন: বাহ !!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

গুড ওয়ান +++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হে বৃহৎ সমৃদ্র উত্তাল,
ক্রমশ ক্ষুদ্রতর হয়ে
সাগরসঙ্গমে
সৃজিব মহাকাল।

বাহ কবি.................

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন বন্ধু তুহিন প্রাঙ্গনে মোর। আমার প্রিয় বন্ধু ছিল নাম তুহিন।এখন অষ্ট্রেলিয়া থাকে।মজার ব্যাপার হলো ও এক সঙ্গে ৩ সন্তানের বাবা হয়েছে।২টি ছেলে একটি মেয়ে। অনেক আনন্দ নিয়ে খবরটা জানিয়েছিল। ও লেখালেখি করা চেষ্টা করতো।আপনার উপস্থিতি তার কথা মনে করিয়ে দেয়।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

আরজু পনি বলেছেন:

দারুণ লিখেছেন তো !

আহারে আমিও যদি এমন করে লিখতে পারতাম ...

শুভকামনা রইল ।।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। সুপ্রিয় ব্লগার।ভাল থাকবেন নিরন্তর।আপনি আরু ভাল লিখতে পারবেন। লেখাতো দেখলাম শুরু হয়ে গেছে।আপনার কবিতা পাঠকের মনে হিট করবে ভিন্ন আঙ্গিকে। আপনার সুগভীর চিন্তা শক্তি কবিতায় নতুনত্ব আনবে বোধ হয়। ভাল থাকবেন ।আপুনি।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

আরজু পনি বলেছেন:

যানে শুধু গন্তব্য আছে নীঁচু হওয়ায়

'যান' মানেতো যাতে চড়ে যাওয়া যায় ....আপনি কোনটা বুঝিয়েছেন ?
নাকি জানে হবে ?

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দিলাম। ২য় কমেন্টে আরও খুশি হলাম।আবারও ধন্যবাদ।আবারও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.