নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুধু একটিবার

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩



ছবি নিজস্ব-একটি বিশাল আকৃতির পাথর ওটাকে ওখানকার লোকজন জ্বীন ভাবে।



তোমার প্রাঙ্গনে পা রেখেছি

শুধু একটিবার,

তোমার ঘ্রাণে প্রাণ জুড়েছি

সে কি ভুলিবার।



রেখে এসেছি মম পদচিহ্ন

তোমার দুয়ারে।



ভালবাসার মন্ত্র জপেছি

প্রেমমন্থনে প্রাণ সপেছি

জ্যোৎস্না বিহারে।



অগতির কি হবে গতি?

নাহলে যে চরম ক্ষতি!

অভাগার মানসপটে।



তোমার মমতায় মধু মাখা

প্রেমেতে মুক্তোর সুখ

ঘুচে যায় তাতে সব বিভেদরেখা।



আমি যে আজ দারুণ একা,

তুমিবীনা যায় না থাকা,

অযথা সব কাব্য করে।



তাই শুধু একটিবার

এসেছি তোমার দুয়ার

ভুল না এই আমারে।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

শাহজাহান মুনির বলেছেন: তাই শুধু একটিবার
এসেছি তোমার দুয়ার
ভুল না এই আমারে।



ভালো লাগলো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

ঢাকাবাসী বলেছেন: চমৎকার, কবি! ভাল লাগল তাই অভিনন্দন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। ভালথাকবেন সবসময়।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

আমিই মিসিরআলি বলেছেন: ভালো লাগলো কবিতা সেলিম ভাই

পাথরটা কোন জায়গার ??

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: জয়ন্তিয়া সিলেট। সীমান্তবর্তী এলাকা। পাশেই ভারত দেখা যাচ্ছে। এলাকার শ্রমিকরা সব পাথরকেই মনে করে সেগুলোর জীবন আছে ।সেগুলো ডিম পাড়ে।ডিম থেকে নতুন পাথর হয়।এ পাথরটিতো বিশাল। বিশাল জ্বীন! কয়েকটন ওজন হবে।

কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর কবিতা, কবি!!

শুভকামনা রইল..............

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।ভাল থাকবেন সবসময়।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। পথরমহল এ প্রাপ্ত ছোট পাথরগুলো তারা তুলে না ।মটি চাপ দিয় রাখে।তাদের ধারণা ওগুলো বড় হবে। বড় বড় পাথরে পরিণত হবে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস।
তবে কবিতাটায় ঐ পাথরের ছবি দেয়ার কারণটা ধরতে পারলাম না ||

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার পাথরটি একা দাড়িয়ে আছে। একাকিত্ব ভরকরেছে তাকে। কবির মতই। কবিতা তার বিহণে একাকী থাকা পাথরের মতন হয়ে গেছে।




কমেন্টে ধন্যবাদ।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: পাথরগুলো আসলে ইন্ডিয়ার পাহাড় থেকে গড়িয়ে এসে জমা হয়।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা বেশ লেগেছে সেলিম ভাই !

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা জানবেন কবি।
+++

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

অদৃশ্য বলেছেন:





খুব ভালো লেগেছে লিখাটি সেলিম ভাই...


শুভকামনা...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

বড় ভাই দেরীতে পাঠের জন্য ক্ষমা প্রার্থী। সামুতে ঢুকতে পারছিলাম না।

কবিতা দারুন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ক্ষেমা করা হলো । কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.