নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কোন এক স্থানে

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১





কোন এক স্থানে;

হেথা নয় ,

অন্য কোথাও, অন্য কোন খানে;

যেখানে শোকসন্তপ্ত হৃদয় কিছুটা সহানুভূতি পায়।



যেখানে ভ্রান্তি বিলাস নেই,

নেই দাম্ভিকতা,

যেখানে পদচুম্বন করে রক্তিম সোঁদা মাটি,

বিশুদ্ধ বাতাস বুক ভরে টেনে ছুড়ে ফেলি, দূর করি দীর্ঘশ্বাস।



বিষন্ন অতীত ধূয়ে ফেলি

সেখানে পেয়ে যাই কিছুটা নিরবতা।

শক্তি পাই বেঁচে থাকার

নব জীবন পাই

পাই নব সতেজতা নব পত্রপল্লব চিরহরিৎ সুশোভিত শোভা।



দূরে কোথাও দূরে , লালপাহাড়ে বনে

অন্য কোথাও অন্য কোন খানে।







কোন এক স্থানে >somewherein

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর কবিতা
ভাল লাগা রইল কবি ।
ভাল থাকুন সব সময় ।। :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আপনাকেও ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

দুরন্ত সাহসী বলেছেন: আনোয়ার ভাই আপনি একদিনে সর্বোচ্চ কয়টা কবিতা লেখার রেকর্ড করেছেন বলা যাবে?

একটা কবিতা লেখবো বলে ইচ্ছে জন্মাইছিলো ২০১০ এ,এখনো চেষ্টায় আছি :(

আপনারা একটু বলবেন ঠিক কিভাবে শুরু করতে হয়? ফান না সিরিয়াসলী।

আপনি অনেক ভালো লেখেন
ভালো লাগে আমার আপনার কবিতা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: এক রাতে দারুণ বজ্রপাতে---২ ঘন্টায় ২২টি কবিতা লিখেছিলাম।

একদিনে প্রেম মনে অসংখ্য কবিতা লিখতে পারবো।সংখ্যাটা শয়ের ওপর যাওয়া অসম্ভব নয়।

কষ্টে কেষ্ট মেলে ...চেষ্টা চালিয়ে যান হবে।

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। ফরীদির আশীর্বাদে অনেকেই বড় তারকা হয়েছেন। মিতা হক নিজ মুখে স্মৃতি চারণ করিছিলেন বালাই ষাট অনুষ্ঠানে তার শিল্পী হয়ে ওঠার পিছনে ফরীদির অবদান।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে !

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।+

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর কবিতায় ভালোলাগা রাখলাম.......

(বিষন্ন অতীত ধোয়ে ফেলি, এখানে কি শব্দটা ধুয়ে হবে!!)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।কবি ধুয়ে হবে না ধূয়ে হবে কনফিউজড।লাইফ লাইনকো জুররত লাগতাহে ইয়ার।লাইফ লাইন ইজতেমাল করনা চাহতি হো মে। কই হে.....

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

সায়েম মুন বলেছেন: একদম ঠিক, অন্য কোনখানে যেতে ইচ্ছে করে...

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: যেখানে শুধু ভাললাগার মানুষটি সঙ্গে থাকবে আর থাকবে প্রকৃতি।প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মুন চায়।কবি।শাহ আরেফিন টিলার ছবি আপনি বোধ হয় কোনদিন যাননি :) :)

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

ভিয়েনাস বলেছেন: হেথা নয় অন্য কোথাও লাল পাহাড়ের দেশে ......ভালো লাগলো

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ওই পাহাড়টার লোকাল নাম কিন্তু লাল পাহাড়।

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্লগে নাকি :D

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আবার জিগায়। লালপাহাড়ে। চারিদিকে সবুজ।শুধুমাত্র ঐ টুকুন জায়গা জুড়ে লাল পাহাড়। :)

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

আরজু পনি বলেছেন:

অন্য কোথাও অন্য কোন খানে....এই ভাবটা ভালো লেগেছে ।


তবে সেই অন্য কোন খানে...এটা যে সামহোয়্যারইন ব্লগে সেটাও বুঝতে পারলাম :P =p~

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ঠিকই বুঝতে পেরেছেন। এই সামহুয়ারইন ব্লগে এবং এ ব্লগেরই কোন এক খানে।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.