নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সুখময়তা :) ও সংশয় :|| (কবিতা)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

সুখময়তা





অফিস শেষে ক্লান্ত বেলায়

তোমার কাছে মন ছুটে যায়।

বেইলী রোডটা সবচেয়ে কাছে

যেখানে আনন্দ বেদনা সবই আছে।



ওখানে নাটকের রঙ্গমঞ্চ আলো ঝলমল

ওখানে তরুণ তরুনী প্রাণ চঞ্চল

কেউবা গিটার হাতে

কেউ বসেছে আঁধারটাতে।



কত সুখস্মৃতি ;কত ভাললাগা গীতি

কত পাখি কল্লোলে

চটপটি ফুসকা আর ফাস্টফুড স্টলে।



তরুণীর হাত ধরেছে তরুণ হাতে

তরুণী যেন লাজেরাঙা দারুণ তাতে

প্রাণের ভাষা ভিন্ন

এ শুভলগনেরই প্রতীক্ষায় তরুণী সাধনায় ,অনন্য।



পরশেই সুখ সুখময়তা

পরিণয়ে তা পায় পূর্ণতা,

তারই জন্যে ব্যাকুল প্রাণে

প্রেম রচে যায় কাব্য গানে।











সংশয়





অদ্ভুত আঁধারে চারিদিক ঢেকে গেছে,

মানুষের মনে আজ প্রশান্তি নেই;

অজানা আশংকায় দিনপাত

এই বুঝি নেমে এলো খরগ!

এই বুঝি বিনাশ হবে সব।

মনুষ্য বসতি তচনচ হবে

রক্তাক্ত রাজপথ রক্তাক্ত বাংলা হবে

অশান্তির মিছিল হবে।





আধাঁরের ওপর ভর করেছে আঁধার

আঁধার জেনেই আঁধারচারী করছে সব সাবার।

সত্যবাদী সেজেছে আজ চরম মিথ্যাচার

গণতন্ত্র মুখে তোমাদের আসলে স্বৈরারচার।



চাপিয়ে দিয়েছো সবই

চাপাতে চাপাতে ডুবেছে সান্ধ্য রবি।

তুমিও ভাল তিনিও ভাল !

খারাপ বাংলাদেশী?

তোমাদের লড়াইয়ে

জনতারা আজ সংশয়ে দিবানিশি।



কে করেছে প্রভু তোমাদেরে ? কে করেছে ঋষি ?

জনতার ক্ষমতা খর্ব করে লাফাচ্ছ ঢের বেশি।



সভ্য হও।গনতন্ত্র সমুন্নত কর।

দেশের জন্য ।দেশের মানষের জন্য করো কাজ।

দেশের মানুষেরে জয় কর।

তাদের সুখ দাও সমৃদ্ধি দাও

তাদের সংশয় দূর করো।

সিংহাসন তোমাদের হবে।



যদি চাপিয়ে দিতে চাও!

ভুলে যেওনা বায়ান্ন , উনসত্তর ,একাত্তর

ভুলে যেওনা নব্বই।







মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

২য় জীবনানন্দ বলেছেন: জ্বালাময়ী কবিতা। দুটোই ভাল লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়। এই কামনা থাকলো।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
বড় ভাই এরপর থেকে অফিস শেষে আমাকেও নিয়ে যাবেন বেইলী রোডে। তারপর দুজনে মিলে চটপটি খাবো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রস্তাব। কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
মনে থাকে যেন প্রস্তাব খানা :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আজকে শরতের পূনিমা অনুষ্ঠান উপভোগের ইচ্ছা হচ্ছে খুব। ওখানেই যাব। একদিন চটপটি খাওয়া যাবে। যেহেতু খুব কাছে। শুবকামনা থাকলো।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দুটোই মহা সুন্দর,,,,,,,,,,অনেক ভাল লাগলো,,,,,,,,,,,,

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো সেলিম ভাই !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলে।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ছন্দময় প্রেমের কবিতা । শিরোনামটাও সুন্দর হইছে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ মামুন ভাই।ভাল থাকবেন সবসময়।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

ঢাকাবাসী বলেছেন: কবিতা ভালো লেগেছে কবি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

শ্যামল জাহির বলেছেন: তুমিও ভাল তিনিও ভাল !
খারাপ বাংলাদেশী?
তোমাদের লড়াইয়ে
জনতারা আজ সংশয়ে দিবানিশি।


ভাল লাগলো অনেক।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: অবস্থা এখন তেমনটাই। আমরা বাংলাদেশের মানুষ।আমাদের উপর দিয়ে রাজনৈতিক মহলের ঝড় যাবে। আমার তাদের ক্রীড়নকে পরিণত হয়েছে। আমাদের দেশপ্রেম চেতনা আবেগ নিয়ে তারা খেলবেন। শুধু ক্ষমতারোহনের জন্য। আর আমরা বিভক্ত হব কোন্দল করবো। হানাহানি করবো্ ।মারা যাব। বাহ এ কেমন প্রহসন।

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: অফিস শেষ ক্লান্তি অনুভব করছি। :)

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর অনেক :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শু্ভকামনা।ভাল থাকবেন সবসময়।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

আরজু পনি বলেছেন:

সংশয়টা বেশি ভালো লাগলো, কবি :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সংশয়টা বেশি কেন লাগলো। আমার বেশি ভাল লাগলো সুখময়তা।
কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

ড. জেকিল বলেছেন: "কে করেছে প্রভু তোমাদেরে ? কে করেছে ঋষি ?
জনতার ক্ষমতা খর্ব করে লাফাচ্ছ ঢের বেশি।"

সুন্দর সুন্দর খুব সুন্দর।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময়।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

পরশেই সুখ সুখময়তা
পরিণয়ে তা পায় পূর্ণতা,
তারই জন্যে ব্যাকুল প্রাণে
প্রেম রচে যায় কাব্য গানে।



ভাললাগা রেখে গেলাম কবি।
+++

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

পিনিকবাজ বলেছেন: ভালো লাগা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.