নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আগমনি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬





সেই সে চেনা পথ

সেই নেবু বন

সেই ঘুঘুগুলি করিতেছে আজও বিচরণ।



সবুজ শস্যভূমে

আঁকাশের সেই নীলে শাদা মেঘের দল তেমনি ভেসে বেড়ায়

কাশবনে শাদা শাদা কাশফুল

দক্ষিণে হাওয়ায় দোলে

আজও রাখালী বাঁশি রাখালী গান

গাঁয়ের বধু দীঘির কালোজলে করিছে স্নান।



আজও মেঘ বৃষ্টির খেলায়

কিশোর কিশোরী মেতে ওঠে আনন্দে উচ্ছ্বাসে

আজও ঘাস ফড়িং প্রজাপতি সবুজ দূর্বা ঘাসে

আজও শিউলি বকুল হাসে ।



সবই আছে সেই আগেরই মতন

শুধু আমি নেই সেই তেমনটি এখন

এই যে এত আছে

তবু মনে হয় কিছু নেই

তুমি ছিলে না তাই।



তুমি থাকলেই বৃষ্টি ভেজা আমি

তুমি থাকলেই পুলকিত মনে আনন্দেরে ডাকি আনি।

তাই এ মিনতি মম,হয়োনা পাষাণ প্রিয়া, প্রিয়তমা

অতীতের সব ভুলগুলির প্রতিদানে ভালবাসা দাও ।



ভালবেসে যদি কাছে টেনে নাও

একবার যদি ভালবাসিবারে দাও!





প্রমান করবো এবার – এ কথাটি মিছে নয়

আবারও বৃষ্টি নামবে আবারো ভিজে যাবে তুমি।

আবারো আঁকাশের উপর আঁকাশ

আবারো নীল আঁকাশে শাদা মেঘ

আবারো সবুজ ঘাসে ঘাস ফুল অবারিত সবুজ।









মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: খুব সুন্দর!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।ভাল থাকবেন সবসময়। শরতের আকাশ।সুন্দর।সুন্দর কাশবন।আর ঝিরিঝিরি বাতাস।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

আমিনুর রহমান বলেছেন:


বেশ ভালো লাগলো ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

রাইসুল সাগর বলেছেন: ভালোলাগলো। + শুভেচ্ছা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো সাগর ভাই। :)

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।ভাল থাকবেন সবসময়।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

নীল-দর্পণ বলেছেন: ভাললাগা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। :) :) :)

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

লাবনী আক্তার বলেছেন: বেশ ভালো লাগল কবি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: আবারো আঁকাশের উপর আঁকাশ
আবারো নীল আঁকাশে শাদা মেঘ
আবারো সবুজ ঘাসে ঘাস ফুল অবারিত সবুজ।

-- ভালো লাগা রইল কবিতায়!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।ভাল থাকবেন সবসময়। আপনাকে কাশফুলের শারদীয় শুভেচ্ছা

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

নেক্সাস বলেছেন: আবারও বৃষ্টি নামবে আবারো ভিজে যাবে তুমি।


দারুন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।সুপ্রিয় নেক্সাস ভাই।ভাল থাকবেন সময়।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: সেলিম ভাই, ছবিটা আপনার তোলা? অসাধারণ হইসে! শরতের সাদার সাথে নীল আকাশে তুলো মেঘ- চমৎকার!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: একেবারে এখনকার শরৎকাল। আমার তোলা ছবি। কাশবন আর আকাশের ছবি একত্রে তোলার চেষ্টা করেছি। কমেন্টে ধন্যবাদ।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

অদৃশ্য বলেছেন:






____ মনোরম ____




সেলিম ভাইয়ের জন্য
শুভকামনা...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনাকে।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৪

বোকামন বলেছেন:
আজও ঘাস ফড়িং প্রজাপতি সবুজ দূর্বা ঘাসে
আজও শিউলি বকুল হাসে ।


খুব ভালো লাগলো কবি :-)
ভালো থাকবেন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।







ভাল থাকবেন।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

টুম্পা মনি বলেছেন: তুমি থাকলেই বৃষ্টি ভেজা আমি
তুমি থাকলেই পুলকিত মনে আনন্দেরে ডাকি আনি।
তাই এ মিনতি মম,হয়োনা পাষাণ প্রিয়া, প্রিয়তমা
অতীতের সব ভুলগুলির প্রতিদানে ভালবাসা দাও ।


বাহ কি দারুণ ভালোবাসা!

প্রমান করবো এবার – এ কথাটি মিছে নয়
আবারও বৃষ্টি নামবে আবারো ভিজে যাবে তুমি।
আবারো আঁকাশের উপর আঁকাশ
আবারো নীল আঁকাশে শাদা মেঘ
আবারো সবুজ ঘাসে ঘাস ফুল অবারিত সবুজ।
অনেক ভালো লাগা। আপনার ভালোবাসা সার্থক।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ধন্যবাদ।প্রেমে পরিনয় হলেই ভালবাসা স্বার্থক।

ভাল থাকবেন সবসময়।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

শ্যামল জাহির বলেছেন: অনেক ভাল লাগলো।

শুভ কামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ভাললাগা।নিরন্তর শুভকামনা।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

ভিয়েনাস বলেছেন: কবিতা আর ছবি দুটোই শরতের ভালো লাগায় ভিজিয়ে দিয়ে গেলো :)

ভালো লাগা জানিয়ে গেলাম...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩

তারছেড়া লিমন বলেছেন: ভালোলাগলো। + শুভেচ্ছা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে শুভেচ্ছায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

প্রত্যাবর্তন@ বলেছেন: আবেগী প্রকাশ ভাল্লাগলো ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর, সুন্দর

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রথমেই বলি ছবিটা অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া। দুরদেশে থেকেও সবুজ প্রিয় ছোট্ট দেশটার কথা মনে করিয়ে দিয়েছে।

আজও ঘাস ফড়িং প্রজাপতি সবুজ দূর্বা ঘাসে
আজও শিউলি বকুল হাসে ।

ভালো থাকবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। ছবিটা আমার গ্রামের ।ওইযে গাছগুলো দেখা যাচ্ছে ওটা আসলে ইট বাধানো রাস্তা। ও রাস্তা দিয়ে আমাদের গ্রামের বাড়ী যাওয়া লাগে।

২০| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

ড. জেকিল বলেছেন: ছবিটা সুন্দর, তবে কবিতাটা আরো সুন্দর।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.