নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অনেক কথা যায় না বলা

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

অনেক কথা যায় না বলা

হৃদয়ের গভীরে তার সরব উপস্থিতি।



ভূগর্ভে সঞ্চিত লাভার মতন

প্রচন্ড উত্তপ্ত- হৃদয়ের চারিপাশে

বুকের পাজরে উত্তাপ ছড়ায়

কণ্ঠনালী ভেদ করে জিহবা পর্যন্ত পৌঁছায় না।



দীর্ঘ পথ পরিক্রমায় এক সময় হিম হয়ে আসে।



আবার লাভা উদগীরণে হৃদয়ে প্রচন্ড প্রদাহ ঘটায়

নিরবে নিভৃতে অসহনীয় ব্যথা।



বুকে জমানো অব্যক্ত সব কথা

জমে জমে ব্যথার পাহাড় হয়।



সেগুলো বলা যায় না,

সেগুলো বলতে নেই।



শুধু জ্বলে পোড়ে অঙ্গার হওয়া ছাড়া

আর কোন কাজ নেই।



গোপনে উত্তপ্ত হয় ব্যথিত হৃদয়

পোড়ে পোড়ে মরি দুজনেই।



অনেক কথা যায় না বলা

সেগুলো বলতে মানা ।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

লেখোয়াড় বলেছেন:
কি সে কথা যা বলা যায় না?
কতটুকু দগ্ধ হলে মন পুড়ে পুড়ে সে কথা ইতিহাস হয় ভালবাসার।

আর একটি লাভাময় কবিতা সেলিম।
অসাম।

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: জীবনের জটিল সমিকরণে।ভালবাসার মাঝখানে কঠিন দেয়াল সৃষ্টি করে ।সেটি বলা যায় না। কিন্তু প্রেম অনস্বীকার্য। সেটা কি কাউকে মানে?

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

একজন আরমান বলেছেন:
শেষটা দারুণ লাগলো সেলিম ভাই।

শুভকামনা।

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: সেলিম ভাই আপনার লেখা বরাবরই ভালো লাগে। আজও হতাশ হই নি। ভালো থাকবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ ।নিরন্তুর শুভকামনা

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮

শাপলা নেফারতিথী বলেছেন: বুকে জমানো অব্যক্ত সব কথা
জমে জমে ব্যথার পাহাড় হয়।

অথচ সেগুলো বলতে মানা ।

ভালো লাগছে..

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। ব্লগে সুস্বাগতম ।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

ড্রাকুলার রক্ত বলেছেন: ভাইয়া মন খারাপ করে দিলেন :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: মণ খারাপ করার জন্য দুঃখিত। :(

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: যখন বলতে মানা , তখন ভুলে যাওয়াটাই সমাধান !
শুভকামনা সেলিম ভাই :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: সমবেদনায় ধন্যবাদ ।

ভাল থাকবেন স্বপ্নবাজ অভি

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

শাহেদ খান বলেছেন: প্রশমিত হোক অগ্ন্যুৎপাত
লাল বা নীলাভ কষ্টপ্রপাত
সুশীতল হোক !



ভাল লাগা জানবেন, সেলিম ভাই। অব্যক্ত কষ্টের সরল অথচ তীব্র উপস্থাপন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভকামনায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

সকাল রয় বলেছেন:
অনেক কিছুই বলা যায়না।
তবুও কবিতায় বলা যায়।

আরো লিখুন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সকাল রায় ।


ভাল থাকবেন ।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

জেরিফ বলেছেন: গোপনে উত্তপ্ত হয় ব্যথিত হৃদয়
পোড়ে পোড়ে মরি দুজনেই।

ভালো লাগলো । :)

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

আমিই মিসিরআলি বলেছেন: গোপন কথা রয়ে যায় গোপনে,
রেশ থাকে শুধু ইঙ্গিতে /:) /:)


হ্যাপি নিউ ইয়ার সেলিম ভাই !:#P

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ কমেন্টে। নিরন্তর শুভকামনা ।


হ্যাপি নিউ ইয়ার

১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

কবিতা পড়ে মনে মনে আপনার সাবজেক্টের কথা ভাবছিলাম ।
:)

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি। সাবজেক্টএর অনেক কিছু টারম কবিতায় এসে যায়।

আপনার সাবজেক্ট তো সাইকোলজি তাই না?


তাই শব্দ থেকে অনুমান করে ফেলেছেন । :)

১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

এহসান সাবির বলেছেন: বুকে জমানো অব্যক্ত সব কথা
জমে জমে ব্যথার পাহাড় হয়।

সেগুলো বলা যায় না,
সেগুলো বলতে নেই।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ এহসান সাবির ভাই।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

সুমন কর বলেছেন: অনেক কথা বলতে মানা
চুপ করে থাক রে, বোকা!

কবিতায় ভাল লাগা।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।ভাল থাকবেন সবসময় ।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

পেন্সিল চোর বলেছেন: বুকে জমানো অব্যক্ত সব কথা
জমে জমে ব্যথার পাহাড় হয়।
সেগুলো বলা যায় না,
সেগুলো বলতে নেই।

এই লাইগুলো একটু বেশিই সুন্দর ছিল...

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

মোঃ ইসহাক খান বলেছেন: চরণগুলোতে অনুভূতির প্রকাশ ঘটেছে সুন্দর।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় লেখক কমেন্টে অনেক অনেক ধন্যবাদ । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.