নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

একদিন নদী হবো

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৭

হয়তো নদী হবো চলতে থাকবো সমুদ্রে

এক বাকে পলি জমে অন্য বাকে হবে ক্ষয়;

প্রবল বর্ষনে সিক্ত হবো শুকোবো রৌদ্রে,

পাহাড়ের সব স্মৃতি বয়ে রয়ে যাবো অব্যয়।



নৌকা ভাসবে এ বুকে পাল তোলে হাওয়ায়

ঢেউ তুলবো তা আছড়ে পড়বে বালুচরে,

ভাসিয়ে নিয়ে যাবো সব জঞ্জাল শুদ্ধতায়

ভাটিয়ালী গান কলতানে উদাসী দুপুরে।



একদিন মিশে যাবো সমুদ্রে ধূসর কাব্যে,

সূর্যাস্ত যাবে গোধূলীর আলোয় ম্লান হবে;

স্মৃতিরা বিস্মৃত হবে রূপালী আলোর নাব্যে,

যুগের সমাপ্তি হবে প্রদীপ শিখা নিভে যাবে।



নদীগুলো ছুটে যায় বিষন্নতা অবহেলে,

ভালবাসা মরে যায় বঞ্চনায় ,দুঃখ পেলে।

মন্তব্য ৫২ টি রেটিং +১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০২

অপ্রচলিত বলেছেন: চমৎকার লিখেছেন। প্রথম ভালো লাগা সনেটে। নতুন বছরের শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন সবসময়।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১০

এক্স রে বলেছেন: অনেক ভালো লাগল। সনেট লেখা অনেক বড় ব্যপারও বটে। ভাল থাকবেন

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় । ব্লগে সুস্বাগতম ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৮

আহমেদ আলিফ বলেছেন:
আমি সাধারণত কবিতার ভক্ত নই, কিন্তু আপনার কবিতার ছন্দ পছন্দ হয়েছে! ধন্যবাদ, কবি ভাই!

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । আহমেদ আলিফ ।
ব্লগে সুস্বাগতম ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

শাহেদ খান বলেছেন: সুন্দর ! অনেক ভাল লাগা জানবেন, সেলিম ভাই।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা । ব্লগে সুস্বাগতম ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে সেলিম । কিপ ইট আপ..

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

সেলিম আনোয়ার বলেছেন: উৎসাহিত হলাম। কমেন্টে ধন্যবাদ ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

অনিকেত রহমান বলেছেন: সনেটের মত একটা কঠিন বিষয় লিখে ফেলেছেন ।। সত্যিই অসাধারণ।।

০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

ইচ্ছা আছে ১৮,২০ মাত্রা সনেটও লিখবো।



যত ধরণের মাত্রার সনেট হয় সব গুলো ।

ভাল থাকবেন ।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

আকিব আরিয়ান বলেছেন: ভালো হইছে

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: ৮ ক ,। ৬ ক মিল যদি থাকে
মধুর নয়ন সেথা কবিতা আঁকে

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ কবি

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

অরুদ্ধ সকাল বলেছেন:
কোনদিন সনেট লিখতে পারিনি। চেষ্টা ছিলনা। মাত্রা বুঝিনা শব্দের।
কিন্তু সনেট পড়তে ভালোলাগে।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।ব্লগে সুস্বাগতম ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: নদী সমুদ্র তাতো বয়ে যাবে নিয়মে
তাতে আমি বালুচরের লাভ কোথায়
তুমি ঢেউ তুলবে কখনো বড় ছোট
আছড়ে পড়বে আমার নরম বুকে।
জঞ্জাল ভাসিয়ে নিয়ে যাও শুদ্ধতায়!
এ যে খোটা তাই বুঝি আমার পাওনা
তুমি বল জঞ্জাল আমি বলি খাবার
তোমার খাবারের আয়োজনে নিয়ত
আমি যে আঘাত হজম করি জানোনা।
বিষন্নতা অবহেলা বঞ্চনা নিয়োনা
সহযাত্রীদের ভালবাসায় অটুট
থাক পরম নিবিড় কঠিন বন্ধনে



আপনার চমতকার সনেটের জন্য শুভেচ্ছা দিলাম ১৪ মাত্রার সনেটে

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ।ধন্যবাদ । ব্লগে সুস্বাগতম ।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

সুমন কর বলেছেন: চমৎকার!

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সুমন কর ।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

বটবৃক্ষ~ বলেছেন:



:)

সুন্দর!!

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

শুঁটকি মাছ বলেছেন: বাপরে আমার কাছে সাধারণ ছন্দহীন কবিতা লেখাই অনেক কষ্টসাধ্য কাজ মনে হয়। আর সনেটের কথা তো ভাবতেই পারিনা।
আপনি সেই শ্রমসাধ্য কাজটা করে ফেলেছেন। অভিনন্দন সেলিম ভাই।

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।সনেটের উপর পড়াশুনা করে মনে হলো অসম্ভ নয়।সময় লাগে অনেক বেশি।অন্যধরণের একটি কবিতা লিখার চেয়ে ঢের বেশি কষ্টসাধ্য ।

একে তো মাত্রা দুই এর আবার ভাবের ব্যাপ্তী সমাপ্তি সব দিক বিবেচনায় যথেষ্ঠ কঠিন কাজ ।



ভাল থাকবেন সবসময় ।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার এমনি পড়তেই ভালো লেগেছে। সনেট সেভাবে বুঝি না। তবে আমার মনে হয় যারা সনেট বুঝেন তারা এমনিতেই বুঝে যান সেটার কত মাত্রা বা কি। যদি উল্লেখ্য করে বোঝাতে হয় তাহলে সেটা কি সনেটের মানকে ক্ষুন্ন করে কিনা জানাবেন।

শুভেচ্ছা রইল সেলিম ভাই।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: আসলে প্রচারণার তো একটা ব্যাপার থাকে।সনেট ছাড়াও চৌদ্দ লাইনের কবিতা থাকতে পারে। তাছাড়া এটি সনেট কীনা সেটা বিশ্লেষণের ব্যাপরটিও বিজ্ঞ বন্ধুরে কাছে উথাথাপন করা যায়।

তাই অমনটা করা হয়েছে। তবে পরে নাম এর পরিবর্তন এনেছি।


আসলে কী লিখলাম সেটা বিজ্ঞ পাঠকের কছে ক্লিয়ার করার জন্য এ ব্যবস্থা। ভাল থাকবেন নিরন্তর ।শুভকামনা থাকলো ।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

মোঃ ইসহাক খান বলেছেন: সনেটে শুভেচ্ছা রাখছি।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

লেখোয়াড় বলেছেন:
সনেট মানে কবিতার রসায়ন।
ভাল লাগল।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ কথা সম্রাট।

ভাল থাকেবেন সবসময় ।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

শক্তি শুধা বলেছেন: খুব ভালো একটি সনেট পড়লাম বহু দিন পর। সেলিম ভাই আপনার কাব্য প্রতিভা প্রশংসনীয়।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে উৎসাহিত হলাম।

ভাল থাকবেন সবসময়।এই শুভকামনা থাকলো ।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩

দীপান্বিতা বলেছেন: হয়তো নদী হবো চলতে থাকবো সমুদ্রে .........

শুভ নববর্ষ :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভনববর্ষ ।

কমেন্টে ধন্যবাদ । :)

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর +++

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা +_

২০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে , আর সত্যি কথা হচ্ছে সনেট বুঝিনা :(

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ স্বপ্নবাজ অভি । ভাল থাকবেন সবসময় ।

২১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

বৃতি বলেছেন: সুন্দর ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

পোস্টে ব্র্যাকেটে সনেট লিখে দেওয়াটা বাজে ঠেকে। পাঠক কে সনেট চিনে না ভাবাটা যৌক্তিক কি?

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সনেট লিখাটা মুছে দিলাম কবি।

কমেন্টে ধন্যবাদ ।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গুড।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ।

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
নাইস কবি!!

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: স্নিগ্ধ শোভন কমেন্টে ধন্যবাদ ।

আপনার বাবা নিশ্চয়ই সুস্থ হয়েছে।

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

অচিন্ত্য বলেছেন: বাহ, চমৎকার ! ১-৩, ২-৪ অন্তমিল খুব ভাল লেগেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ অচিন্ত্য ।ভাল থাকবেন সবসময় ।

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১

টুম্পা মনি বলেছেন: সত্যি অসাধারণ! অনেক ভালো লাগা।

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.