নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এখন আঁধারের কুহেলিকা
ঘণিভুত হয়ে সব স্মৃতিগুলো নড়ে চড়ে বসবে
কখনো নিদ্রাহীনতা
কখনো ঘুমের ঘোরে দুঃস্বপ্ন হয়ে পিছু নিবে
ঘাম দিয়ে ঘুম ভাঙাবে ।
বাস্তবতা অতটা বিষাদের নয়।
সময় অতটা অর্থহীন নয় ।
এই যে শীতার্ত মানুষেরা
লড়ছে দারিদ্র আর প্রতিকূলতার সঙ্গে
তাদের কিছুটা উষ্ণতা দেয়ার প্রচেষ্টা নেয়া যায়
তাতে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়।
প্রিয়তমা থাকুক সুখনিদ্রায় পরম নির্ভরতায়
ভালবাসার উষ্ণতা নিয়ে ;
আর আমি একাকিত্ব নিয়ে কবিতার ধূম্রজাল রচনায়
আঁধারের সময়কে ধূসর করে দিয়ে।
কবিতার আলোয় হোক রাতের আঁধারের প্রশমন
বিষন্নতা ছন্দ খুঁজে পাক আনন্দের অর্থময় জীবন।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ । অনেক সম্মানিত ব্লগার শীত বস্ত্র বিতরণে আছেন। তাদেরকেও স্মরণ করছি ।তারা সফলতা লাভ করুক ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯
শাপলা নেফারতিথী বলেছেন: কবিতার আলোয় হোক রাতের আঁধারের প্রশমন
বিষন্নতা ছন্দ খুঁজে পাক আনন্দের অর্থময় জীবন।
সুন্দর...
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। নিরন্তর শুভকামনা থাকলো ।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
খেয়া ঘাট বলেছেন: কবিতার আলোয় হোক রাতের আঁধারের প্রশমন
বিষন্নতা ছন্দ খুঁজে পাক আনন্দের অর্থময় জীবন।
++++++++++
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪
লেখোয়াড় বলেছেন:
আঁধার বিষয়টি তো কুহেলিকা।
তবে সব সান্ত্বনা বলে দিয়েছেন শেষ দুলাইনে...................
"কবিতার আলোয় হোক রাতের আঁধারের প্রশমন
বিষন্নতা ছন্দ খুঁজে পাক আনন্দের অর্থময় জীবন।"
সেলিম।
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার মন্তব্যে ধন্যবাদ।
আসলে ভালবাসাও বেশিরভাগ সময় কুহেলিকা। যেটি সবার অগোচরে হয়ে ওঠে বাঙময়। আর বেশি উপভোগ্য ।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮
কবীর হুমায়ূন বলেছেন:
শীতকে নিয়ে কাব্য করার সময় এখন তোমার, কবি!
পশমী কাপড় গায়ে দিয়ে কাব্যে আঁকো শীতের ছবি।
উল্টিয়ে কি দেখছো তুমি শীতের মাঝে দুঃখ কত ?
বস্ত্র-হীনার কাঁপছে শরীর শীতের ঘায়ে অবিরত।
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: নির্মম বাস্তবতা।
সুন্দর ভাবে বললেন।
ভাল থাকবেন।
শীতার্তদের জন্য শুভকামনা থাকলো। যারা তাদের সেবায় নিয়োজিত তাদের জন্য লাল ছালাম ।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭
তওসীফ সাদাত বলেছেন: উষ্ণতা নাম দেখে ঢুকতে বাধ্য হলাম। এই শীতের রাতে কি এমন উষ্ণতা দিচ্ছেন, দেখি !! এসে দেখি কবিতা
মন ভেঙ্গে গেলো
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: মন ভেঙ্গে গেল। অপেক্ষা করেন ।স্কচটেপ নিয়ে আসছি জোড়া লাগিয়ে দেব।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০০
একলা ফড়িং বলেছেন: বাস্তবতা অতটা বিষাদের নয়
সময় অতটা অর্থহীন নয়।
আসলেই তাই...
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।
সান্তনা খোঁজার চেষ্টা।জীবন থেমে থাকে না।
৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৯
আফ্রি আয়েশা বলেছেন: //কবিতার আলোয় হোক রাতের আঁধারের প্রশমন
বিষন্নতা ছন্দ খুঁজে পাক আনন্দের অর্থময় জীবন// - সুন্দর লাইন ।
তবে এমনটা হয় না , আনন্দের অর্থময় জীবন খুঁজে পাওয়া হয় না
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটা কঠিন।
তারপরও অসম্ভব নয়। আমরা কামনা করতে পারি প্রচেষ্টা নিতে পারি । তাই এই শুভকামনা
৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৪
আকিব আরিয়ান বলেছেন: ''কবিতার আলোয় হোক রাতের আঁধারের প্রশমন
বিষন্নতা ছন্দ খুঁজে পাক আনন্দের অর্থময় জীবন।''
ভাল্লাগছে
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৬
সুমন কর বলেছেন: অনেক ভাল লাগল।
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
১১| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২
মেহেরুন বলেছেন: http://www.somewhereinblog.net/blog/nmrusho এই আইডি প্রায় এক বছর হয়ে যাবার পরেও পর্যবেক্ষণে আছে। জেনারেল করার জন্য একটু সুপারিশ করেন সবাইকে। ধন্যবাদ
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। একটু সুপারিশ করে দিলাম।বাদ বাকি গড নোজ। আপনার অনুরোধ রাখলাম ।
১২| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর লিখেছেন সেলিম ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা। মামুন রশিদ ভাই।
১৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: লেখায় ধন্যবাদ ভাই
১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
১৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে
১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ ।
১৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২
হাতীর ডিম বলেছেন: আমি কবিতা তেমন একটা বুঝিনা। তবে আপনার কথা গুলো খুব ভাল লাগলো।
১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ হাতীর ডিম ।শুভকামনা থাকলো ।
১৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭
মোঃ ইসহাক খান বলেছেন: আঁধারের প্রশমন হোক।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ ।
১৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬
তাসজিদ বলেছেন: কবিতায় ++++++++
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্নতর শুভকামনা থাকলো ।
১৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
সকাল রয় বলেছেন:
প্রিয়তমা থাকুক সুখনিদ্রায় পরম নির্ভরতায়
ভালবাসার উষ্ণতা নিয়ে ;
আর আমি একাকিত্ব নিয়ে কবিতার ধূম্রজাল রচনায়
আঁধারের সময়কে ধূসর করে দিয়ে।
অনেক তো কবিতা পড়ি। তবে কিছু কবিতা যেন কিছু বলে যায়। ঠিক সেরকমই একটি কবিতা
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে !
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ স্বপ্নবাজ অভি ।
২০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রিয়তমা থাকুক সুখনিদ্রায় পরম নির্ভরতায়
ভালবাসার উষ্ণতা নিয়ে ;
আর আমি একাকিত্ব নিয়ে কবিতার ধূম্রজাল রচনায়
আঁধারের সময়কে ধূসর করে দিয়ে।
-------------সুন্দর হয়েছে!
ধন্যবাদ।
ভাল থাকবেন।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
এই যে শীতার্ত মানুষেরা
লড়ছে দারিদ্র আর প্রতিকূলতার সঙ্গে
তাদের কিছুটা উষ্ণতা দেয়ার প্রচেষ্টা নেয়া যায়
তাতে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রিয়তমা থাকুক সুখনিদ্রায় পরম নির্ভরতায়..
প্রয়তমারা থাকুক সুখে... আমরা জেগে রই ভালোবাসার অতন্দ্রপ্রহরী.. অভিনন্দন কবি...
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৪
হার্ড হিটার বলেছেন: সেলিম ভাই কালকে চন্দ্রিমা উদ্যানে যান।সেই খানে সব হিজড়া থাকে আপনার মত ।একজনরে বিয়া করে ফেলেন।আপনার মত আবালরে কোন কাজের মেয়েও প্রেম তো দুরে কথা বিয়াও করব না।ভাইরে নিজের চেহারাটা একবার আয়নায় দেখুন।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ধন্যবাদ ।
২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মেহেরুন এর দৃষ্টি আকর্ষণ করা পোস্টে চোখ বুলিয়ে এলাম। নিকটাকে কেন জেনারেল করছেন না, কর্তৃপক্ষ ভালো জানেন। কিন্তু কোনো এক নোটিশে হয়তো দেখেছিলাম ৮মাস পর অটোমেটিক জেনারেল হয়ে যাওয়ার কথা।
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২০
সেলিম আনোয়ার বলেছেন: সেটা কর্তৃপক্ষ ভাল জানেন।
সময়মতো ব্যবস্থা নিবে তারা।
২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৩
বেঈমান আমি. বলেছেন: সেলিম কিরাম আচিস? তোরে দেখলাম মানুষ ুটু মারছে? ঘটনা কি?
১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: বেঈমান, শুণ্যতা ।শুন্যতার কোন মূল্য নেই। শুন্য +১= ১।
শুভকামনা থাকলো ।
২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৯
বেঈমান আমি. বলেছেন: গাধা আবাল ছাগল বেকুব রাম ছাগল
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন:
২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৪
সাগর রহমান বলেছেন: কবিতার আলোয় হোক রাতের আঁধারের প্রশমন
বিষন্নতা ছন্দ খুঁজে পাক আনন্দের অর্থময় জীবন।
... তাই যেন হয় কবি, তাই যেন হয়। কবিতায় ভাল লাগা।
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
মশিকুর বলেছেন:
কবিতা ভালো লাগলো।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কবিতার আলোয় হোক রাতের আঁধারের প্রশমন
বিষন্নতা ছন্দ খুঁজে পাক আনন্দের অর্থময় জীবন।
আর ঐ শীতার্ত মানুষগুলো আমাদের মত, কারও মনের ইচ্ছায়, উষ্ণতা পাক।
ভালো লেগেছে।