নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কিছুটা উত্তাপ চাই

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১

কিছুটা উত্তাপ চাই

নিদারুণ এই শীতে ,

এতটুকু সুখ যদি পাই

কোমল অনুভূতিতে।



একটু পরশ পেতে

কেটে গেল কতটা সময়!

সেই প্রাগৈতিহাসিক কাল থেকে

বুঝি এ প্রতীক্ষা আমার; কতটা নির্দয় !



কোমলতর ঐ ঠোটে

আর পেজা তুলার মতন নরম মোড়কে

সুতীব্র এই শীতে

জানি ভাল লাগার ওম থাকে।







থাকে শীতের সোনালী রোদ

পাখীর পালকের মতন;

রহস্যময় সেই স্নিগ্ধ কোমল উপত্যকার

পরতে পরতে আগুন।



শীতের পরে শীত কেটে যায়

কিছুটা উষ্ণতা পাওয়ার আশায়,

একটা পাখির নীড়ে

ছোট্ট পাখীর ছানা নরম শরীর

কিছুটা আশ্রয় খোঁজে রক্ত করবীর

আর একটা উষ্ণ নোনা প্রস্রবণ ।



শীতের কুয়াশা ভেজা সকালে

চাই কোমল উষ্ণ ছুঁয়া

কিছুটা কাঙ্খিত সুখের বিচরণ।



সাপের মায়াবী নীল ছোবলে ,

বিষেরা যায় খেলে,

সাধ জাগে দংশনে মরবার,

সেই মরণে সুখ আছে উষ্ণতার।



কিছুটা উত্তাপ চাই

নিদারুণ এই শীতে ,

এতটুকু সুখ যদি পাই

কোমল অনুভূতিতে।

মন্তব্য ৫২ টি রেটিং +১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

এরিস বলেছেন: শীতময় কবিতা!!
সুন্দর লিখেছেন সেলিম ভাই।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা এরিস।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

অপ্রচলিত বলেছেন: কিছুটা উত্তাপ চাই
নিদারুণ এই শীতে ,
এতটুকু সুখ যদি পাই
কোমল অনুভূতিতে।


চমৎকার ++++++
সবাইকে সাধ্যমত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

বোধহীন স্বপ্ন বলেছেন: এই শৈত্যপ্রবাহের মধ্যে গা বাচিয়ে যখন ঘরে ভিতর হালকা উষ্ণতায় আরাম করে বসলাম, তখনই আবার সেই শীতের কথা মনে করিয়ে দিলেন।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ঘর থেকে বের হলেই শীত। তাই ঘরে ঢুকলেই চাই উষ্ণতা ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

েফরারী এই মনটা আমার বলেছেন: সাইয়্যিদুল মুরসালিন,ইমামুল মুরসালিন,হাবীবুল্লাহ্‌ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সম্পর্কে বিশুদ্ধ ইল্‌ম অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ।
এবারর পর্বঃ তিন. নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আহলিয়া হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ফাযায়িল-ফযীলত ও পবিত্রতা সম্পর্কে আলোচনা।

চার.হায়াতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হওয়ার কারণেই উনার আহলিয়া আলাইহিন্নাস সালাম উনাদেরকে বিবাহ করা হারাম ।

পাঁচ.সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আহলু বাইত শরীফ ও আওলাদ আলাইহিমুস সালাম উনাদের ফযীলত ।
Click This Link

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

অরুদ্ধ সকাল বলেছেন: কাব্য শীতময়।
শব্দকল্পময়!
শেষ চরনে ভালোলাগা।

এই শীতে শীতকবিতা

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

হাতীর ডিম বলেছেন: সকাল সকাল ভাল একটা কবিতার জন্য ধন্যবাদ। :-B

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। কবিতা পাঠের জন্য।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

শরৎ চৌধুরী বলেছেন: ভালো কবিতা। হতে শুরু করেছে সেলিম।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

সাদমান সাদিক বলেছেন: ভাল লাগা রইল :) :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ ।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কিছুটা উত্তাপ চাই
নিদারুণ এই শীতে ,
এতটুকু সুখ যদি পাই
কোমল অনুভূতিতে।

একটু পরশ পেতে
কেটে গেল কতটা সময়!
সেই প্রাগৈতিহাসিক কাল থেকে
বুঝি এ প্রতীক্ষা আমার; কতটা নির্দয় !

কোমলতর ঐ ঠোটে
আর পেজা তুলার মতন নরম মোড়কে
সুতীব্র এই শীতে
জানি ভাল লাগার ওম থাকে।



থাকে শীতের সোনালী রোদ
পাখীর পালকের মতন;
রহস্যময় সেই স্নিগ্ধ কোমল উপত্যকার
পরতে পরতে আগুন।

শীতের পরে শীত কেটে যায়
কিছুটা উষ্ণতা পাওয়ার আশায়,
একটা পাখির নীড়ে
ছোট্ট পাখীর ছানা নরম শরীর
কিছুটা আশ্রয় খোঁজে রক্ত করবীর
আর একটা উষ্ণ নোনা প্রস্রবণ ।

শীতের কুয়াশা ভেজা সকালে
চাই কোমল উষ্ণ ছুঁয়া
কিছুটা কাঙ্খিত সুখের বিচরণ।

সাপের মায়াবী নীল ছোবলে ,
বিষেরা যায় খেলে,
সাধ জাগে দংশনে মরবার,
সেই মরণে সুখ আছে উষ্ণতার।

কিছুটা উত্তাপ চাই
নিদারুণ এই শীতে ,
এতটুকু সুখ যদি পাই
কোমল অনুভূতিতে।


---------------------সুন্দর !





ধন্যবাদ।





ধন্যবাদ।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

জেরিফ বলেছেন: কোমলতর ঐ ঠোটে
আর পেজা তুলার মতন নরম মোড়কে
সুতীব্র এই শীতে
জানি ভাল লাগার ওম থাকে।

দারুন ++++++

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

জেরিফ বলেছেন: কোমলতর ঐ ঠোটে
আর পেজা তুলার মতন নরম মোড়কে
সুতীব্র এই শীতে
জানি ভাল লাগার ওম থাকে।

দারুন ++++++

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: "কোমলতর ঐ ঠোটে
আর পেজা তুলার মতন নরম মোড়কে
সুতীব্র এই শীতে
জানি ভাল লাগার ওম থাকে।"


ফাটাফাটি সেলিম ভাই। । । :)

পোষ্টে+

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ফাটাফাটি কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

সকাল রয় বলেছেন:

থাকে শীতের সোনালী রোদ
পাখীর পালকের মতন;
রহস্যময় সেই স্নিগ্ধ কোমল উপত্যকার
পরতে পরতে আগুন।



সুন্দরম!

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় সকাল রয় ।ভাল থাকবেন ।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

সুমন কর বলেছেন: কটু পরশ পেতে
কেটে গেল কতটা সময়!
সেই প্রাগৈতিহাসিক কাল থেকে
বুঝি এ প্রতীক্ষা আমার; কতটা নির্দয় !


ভাল হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা ।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

লাবনী আক্তার বলেছেন: কিছুটা উত্তাপ চাই
নিদারুণ এই শীতে ,
এতটুকু সুখ যদি পাই
কোমল অনুভূতিতে।



বাহ! ভালো লাগল কবি।

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: থাকে শীতের সোনালী রোদ
পাখীর পালকের মতন;
রহস্যময় সেই স্নিগ্ধ কোমল উপত্যকার
পরতে পরতে আগুন।

++++

অনেক ভালো লাগলো ভাই

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

আমি রেদওয়ান বলেছেন: দারুন

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আমি রেদওয়ান ।নিরন্তর শুভকামনা ।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

সুফিয়া বলেছেন: কিছুটা উত্তাপ চাই
নিদারুণ এই শীতে ,
এতটুকু সুখ যদি পাই
কোমল অনুভূতিতে।

খুব খুব ভালো লেগেছে। +++++++++++

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

মশিকুর বলেছেন:
শীতল কবিতা, কিছুটা উত্তাপ হলে ভালোই। তাই কবির সুরেই বলি

কিছুটা উত্তাপ চাই
নিদারুণ এই শীতে ,
এতটুকু সুখ যদি পাই
কোমল অনুভূতিতে।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার মন্তব্য ভাল লাগলো ।


কিছুটা উত্তাপ চাই।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

নাছির84 বলেছেন: হিমেল বাতাসে উত্তাপের পংক্তিমালা।
++++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে অনেক ধন্যবাদ । আপনি দারুণ গল্প লিখেন। ভাল থাকবেন নিরন্তর ।

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

নোবেল হোসেন সাজিদ। বলেছেন: কিছুটা উষ্ণতা পেয়েছি এই কবিতা পড়ে।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতায় শীত ভালো ভাবেই লেগেছে।

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। কবিতায় শীতের আকুতি। অন্য কিছু নয় ।

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

নাহ ! আমি কিন্তু অন্য কিছু মিন করি নাই ;)

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: অন্য কিছু যে মিন করো নাই সেইটা আমি বুঝেছি সিপাহসালার। ;) :P

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা কবি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ এহসান সাবির ।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

পাঠক১৯৭১ বলেছেন: ওকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

অরণ্য আবীর বলেছেন: শীতময় কবিতা
উত্তাপ চাই

শুভ কামনা কবি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভ কামনায় ধন্যবাদ ।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

সাধ জাগে দংশনে মরবার,
সেই মরণে সুখ আছে উষ্ণতার।

মুগ্ধপাঠ...!

আপনি অনেক দিন আসেন না আমার এদিকে !

ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.