নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবিতাগুচ্ছ

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

আর নয় ভাবনা



অভিমান বুকে নিয়ে শুধু বসে থেকে লাভ হবে কী

সবভুলে কাজে নেমে পড় হাসি খুশি থেকে জলদি।

ভেবে ভেবে সময়ের অপচয় আর কিছু নয়তো

অকারণে ভুল বাড়ে বসে থাকা ভাল নয় তাইতো।

ভাবনার শেষ কোথা কোন দূরে সীমা কেউ জানে না

কাজে ব্যাঘাত ঘটায় বিস্তর আরো কত যাতনা।

তাই বলি কাজ কর ভাবনার নেই কোন সীমানা

সুতরাং ভাবনাকে ভুলে যাও আর নয় ভাবনা ।





অভিমান



অভিমান, রাগ ভাবো তুমি

এই কাজ ঠিক নয় জানি

রাগ কোন অধিকারে করি ?

যার দাম নেই কানাকড়ি।

অভিমান বহুদুরে থাকে

সুদূরের চেয়েদূরে তাকে

ছুঁতে চাবো কোন অধিকারে

যার সব শুধু পরিহারে

সুখ পাও দিনরাত ভরে ।

অভিমান নয় রাগনয়

ভুল হয় পাছে ভুল হয় ।







সকাল বেলা



সকাল বেলা ফেলে সকল হেলা

কাজের খোঁজে সবার ছোটে চলা।

কলসি কাখে গাঁয়ের বঁধু,

মৌমাছি যায় খোঁজতে মধু,

জেলেরা ধরে মাছ;

দীঘির কালো জলের মাঝে ভেসে বেড়ায় হাঁস।

ফুলেরা ফোটে ফুল বাগানে

আপন মনে মধুর তানে

পাখিরা ছোটে আম বাগানে

ছন্দ গানে প্রেমের টানে।

রবির আলো রৌদ্র দিলো

ভোর-শিশিরে ছন্দ পেলো;

আঁধার ঠেলে আলোকগুলো

ভোরের শুভ যাত্রা দিলো।

আঁধার কাটা আলোক বেলায়

মন- জড়তা যায় কেটে যায় ।











ভেদাভেদ





বাহিরটা দেখি শুধু ভিতরটা দেখার উপায় নেই

সেটা দেখে উৎসুক হৃদয় খুঁজে ফেরে কত মানেই।



মানব স্নায়ু বিবেক বুদ্ধি-রিপু দিয়ে ঘেরা

হাজার রহস্যের আঁধার ;

দেহখানি সুবিন্যস্ত অঙ্গ তন্ত্র দ্বারা

হাজার রূপের সমাহার।



কালো ধলো সব বর্ণে

জাতে পাতে সব ধর্মে

মিলে মিশে একাকার।



ভেদাভেদ করতে নেই মানুষে

তারপরও অনেক ভেদ তাতে।

অচিন বৃক্ষ মানবে,

কী বিচিত্র খেলা ভবে।

বিচিত্র মৈথুনে মেতে উঠে জৈবিক প্রতিক্রিয়ায়

সময় বদলায় তার সঙ্গে মানুষও বদলায়।



মন্তব্য ৫৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

অরুদ্ধ সকাল বলেছেন:
ভ্রাতা অভিমান কবিতাটি বেশ লাগিলো।
বাকীগুলো্ও পড়িলেম

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ ভ্রাতা ।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কিভাবে পারেন?

অনেক ভালো লাগা থাকল চমৎকার কবিতাগুলোতে।

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ।

প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

ঢাকাবাসী বলেছেন: কবিতা ভাল লাগল।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

ঢাকাবাসী বলেছেন: কবিতা ভাল লাগল।

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। সুপ্রিয় ঢাকা বাসী ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

মামুন রশিদ বলেছেন: অভিমানগুচ্ছ' ভালো লাগলো পড়তে ।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো সেলিম ভাই :)

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ স্বপ্নবাজ অভি। বলতে পারেন ছন্দ নিয়ে খেলা শুরু করলাম নতুনভাবে ।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

একলা ফড়িং বলেছেন: রাগ কোন অধিকারে করি ?
যার দাম নেই কানাকড়ি।


সুন্দর!


অভিমান আর ভেদাভেদ বেশি ভালো লাগলো :)

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর শুভকামনা থাকলো একলা ফড়িং ।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

জেরিফ বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো :)

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা জেরিফ ।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

নীল-দর্পণ বলেছেন: প্রথমটা :)

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। শুভকামনা নীল দর্পন ।ভাল থাকবেন।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

সকাল রয় বলেছেন:

অনেক অনেক অনেক সুন্দরম

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা সকাল রয় ।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: সরল কবিতায় সরল মুগ্ধতা।

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা প্রোফেসর শঙ্কু ।ভাল থাকবেন।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

পাঠক১৯৭১ বলেছেন: সাধারণ

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

একজন সৈকত বলেছেন:
"বাহিরটা দেখি শুধু ভিতরটা দেখার উপায় নেই
সেটা দেখে উৎসুক হৃদয় খুঁজে ফেরে কত মানেই।"

অনেক সুন্দর, অনেক সত্যি কথা!

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: সবগুলো ভাল লাগল। আপনার ছন্দ নিয়ে খেলা ভাল লাগে।

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ভাল লাগা। নিরন্তর শুভকামনা থাকলো সুমন কর।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

অদিব বলেছেন: প্রতিটা কবিতাই ভালো লেগেছে সেলিম ভাই! এরকম আরো পড়তে চাই!

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: প্রচেষ্টা থাকবে লিখার। সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।ভাল থাকবেন।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫

আমিই মিসিরআলি বলেছেন: আঁধার কাটা আলোক বেলায়
মন- জড়তা যায় কেটে যায় ।


ভালো লাগল সেলিম ভাই

২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।ভাল থাকবেন।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫২

নাছির84 বলেছেন: কবিতায় ভাল লাগা।

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩২

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভাল লাগলো।
প্রতিটা কবিতাই অনেক সুন্দর।
শুভ কামনা আর ভাল লাগা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কালো ধলো সব বর্ণে
জাতে পাতে সব ধর্মে







জয় হো.........

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর ।ভাল থাকবেন।

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

মেহেরুন বলেছেন: অভিমান কবিতাখানি খুব ভালো লাগলো ভাইয়া। :)

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা। শুভকামনা থাকলো ।

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪

ইসতিয়াক অয়ন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম !

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগা রেখে যাওয়ায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২

উদাস কিশোর বলেছেন: ভাল লাগা জানবেন কবি . . . . .

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় উদাস কিশোর

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

এহসান সাবির বলেছেন: দারুন সব কবিতা।

++++

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
সকাল বেলা কবিতাটি অনেক ভালো লাগলো।
শুভকামনা কবির জন্য।

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । শুভকামনা জানবেন।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৪

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগল। মায়া ময় একেকটা কবিতা। অজস্র শুভ কামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় টুম্পা মনি কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন সবসময় ।

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

পাঠক১৯৭১ বলেছেন: '৭১ সাল, '৭১ সালের মানুষ, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের উপর কিছু লিখেছিলেন?

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সেইভাবে লেখা হয়ে ওঠেনি। তবে কবিতা লিখেছি ।সবগুলো ব্যাপার জন্মের অনেক আগের। তাই হয়তো ভাল করে লিখতে পারিনা। তাছাড়া ভাল লিখার যোগ্যতার ঘাটতি আছে মানছি ।

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ দূর্জয়। ভাল থাকবেন ।

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন মুগ্ধপাঠ

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

মোঃ ইসহাক খান বলেছেন: একসাথে বেশ কয়েকটি কবিতা পাওয়া গেলো।


ভালোলাগা রেখে গেলাম।

৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আপনার বই কিনবো অপেক্ষায় আছি।বলতে গেলে পড়ার জন্য অস্থির ।

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

অপ্রচলিত বলেছেন: যথারীতি চমৎকার। কবিতাগুচ্ছে অনেক ভালো লাগা রেখে যাচ্ছি, আর কবির জন্য অফুরন্ত শুভেচ্ছা। সবগুলোই ভালো লাগলো, তবে প্রথম দুটো একটু বেশিই।

ভালো থাকুন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.