নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবিতার আশ্রয়

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

চলে গিয়েছো



প্রাণের সখা কোথাও নেই তুমি

চলে গিয়েছো অজানা কোন দেশে

আমায় ছেড়ে নিঠুর খেলা খেলে ।

কতটা সুখ তুমি পেয়েছো তুমি জেনেছো তা

হয়ত খোঁজে পেয়েছো কোন সুখঠিকানা যা

খুঁজে ফিরেছো অসীমকাল ধরে ;

প্রতীক্ষার শেষ হয়েছে তোমার তরে,

এখানে দেখি সকল খেলা শূণ্যকরে

তোমার সব পদচারণা অন্য কোন সবুজ বনে,

আড়ালে রেখে খেলছো সেথা সঙ্গী লয়ে আপনমনে।

তোমার ঐ সুরক্ষিত দেয়ালে লিখে দিতে পারি না আর

কবিতা কোন , সীমানা থেকে অনেক দূরে অবস্থান তার।

তুমিতো ছিলে পরশমনি যার ছোঁয়াতে ঝরে পরতো সব দুঃখ গ্লানি

এখন বুঝি নিঠুর বেলা লিখছি বসে স্বজনহারা কাব্য খানি।



কবিতার আশ্রয়



কিছুটা আশ্রয় খুঁজেছি কবিতায়

যেখানে ভালবাসা থাকে নিরবতায়

যেখানে অনুভূতি পাখা মেলে আকাশে

কিছুটা শান্তির পরশ মেলে বাতাসে।

তাই কবিতার খুঁজে নিশীথে চোখ বুজে

নিরলস চেষ্টা সুখ অন্বেষণে।

কবিতা দিয়ে যায় সুখ প্রলেপ মনে;

কবিতা মহৌষধ বেদনা প্রশমনে।




নীল সাপিনী



নীল সাপিনী ছোবলে মজা পাও

গরল ঢেলে সমুখপানে যাও।

জাননা তুমি কেমন জ্বালা বিষে

গরল ঢেলে যাও আঁধারে মিশে

যারে দিয়েছো মরণ জ্বালা হেসে

সেই তো জানে নীল বেদনা কী সে।

তোমার ফণা দেখতে মানা জানি

সেই ফনাতে যাদুর হানা মানি

মুগ্ধজনা বেশ বিপদে থাকে

সমূহ নাশ জীবনটাকে ডাকে।

ছোবলে ভয় করিনা আমি যেনো

খোয়ারে পুরে রাখতে পারি মেনো।

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

শাপলা নেফারতিথী বলেছেন: কিছুটা আশ্রয় খুঁজেছি কবিতায়..

সুন্দর..!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

জেরিফ বলেছেন: জাননা তুমি কেমন জ্বালা বিষে
গরল ঢেলে যাও আঁধারে মিশে
যারে দিয়েছো মরণ জ্বালা হেসে
সেই তো জানে নীল বেদনা কী সে

অনেক অনেক ভালো লাগলো :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৬

পাঠক১৯৭১ বলেছেন: গান, কবিতা, নাকি শংকর?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা। পাঠক১৯৭১......গান হলো কি না ? কে জানে ।মাত্রাবৃত্তছন্দে কবিতা প্রচেষ্টা বলতে পারেন। কমেন্টে ধন্যবাদ ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

আরজু পনি বলেছেন:

হাহাকার দূর হোক ...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ আরজুপনি। ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময় ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

সুমন কর বলেছেন: বেশ লাগল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুমন কর। ভাল থাকবেন সবসময় ।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয়এহসান সাবির কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

নিশাত তাসনিম বলেছেন: ভালো লাগলো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

বেলা শেষে বলেছেন: "তুমিতো ছিলে পরশমনি যার ছোঁয়াতে ঝরে পরতো সব দুঃখ গ্লানি
এখন বুঝি নিঠুর বেলা লিখছি বসে স্বজনহারা কাব্য খানি।"
so much beautiful.....better then my compliment...
heart touchble Emotion....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ভাললাগা।নিরন্তর শুভকামনা।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১

পরিবেশ বন্ধু বলেছেন: অসম্ভব ভাললাগা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

শহিদুল ইসলাম বলেছেন: কবিতার আশ্রয়টা ভাল লাগ্ল বেশী

আছেন কেমন ?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই। অনেক দিন পর ব্লগে পেয়ে খুবভাল লাগলো। আমি ভাল আছি। আপনি কেমন আছেন?

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

মামুন রশিদ বলেছেন: কবিতার আশ্রয়ে উষ্ণ থাকুন ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। মামুন ভাই।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ চমৎকার।

শুভেচ্ছা জানবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

সকাল রয় বলেছেন:

নীল সাপিনী ছোবলে মজা পাও
গরল ঢেলে সমুখপানে যাও।
জাননা তুমি কেমন জ্বালা বিষে
গরল ঢেলে যাও আঁধারে মিশে
যারে দিয়েছো মরণ জ্বালা হেসে
সেই তো জানে নীল বেদনা কী সে।
তোমার ফণা দেখতে মানা জানি
সেই ফনাতে যাদুর হানা মানি
মুগ্ধজনা বেশ বিপদে থাকে
সমূহ নাশ জীবনটাকে ডাকে।
ছোবলে ভয় করিনা আমি যেনো
খোয়ারে পুরে রাখতে পারি মেনো।


অদ্ভুত মুগ্ধতা!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

একজন আরমান বলেছেন:
প্রথম দুইটা বেশি ভালো লেগেছে। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আরমান ভাই।

আপনি তো আর একজন নন। :) দুইজন। তাই দুটো ভাল লেগেছে। !:#P

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

টুম্পা মনি বলেছেন: খুব চমৎকার লিখেছেন। অনেক ভালো লাগল। শুভকামনা কবিকে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা টুম্পা মনি ।

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

নীল-দর্পণ বলেছেন: প্রথমটা :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: আহা অসাধারন !

অনেকদিন পরে লগিন হতে পারলাম :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম সুহৃদ । ভাল থাকবেন সবসময়।এই শুভকামনা ।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আহারে ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সান্তনা নয় নয় সমবেদনা
প্রেম চায় পাগল এমন অন্য কিছু না। ;)

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

রাসেলহাসান বলেছেন: কবিতা মহৌষধ বেদনা প্রশমনে। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। প্রেমের কবিতা প্রেমের মাত্রা প্রশমন করে জীবন ঝুকি মুক্ত রাখে ;)

কমেন্টে ধন্যবাদ ।আর শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.